Mithun Chakraborty: আজ উত্তরবঙ্গে ভোটের প্রচারে মিঠুন, মোদীর ভূয়সী প্রশংসা BJP নেতার গলায়

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 14, 2024 | 3:01 PM

Mithun chakraborty: প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর বিধানসভা ভোটের সময়ে প্রচারে নামেন তিনি। আজ জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা রয়েছে বিজেপি নেতার। সামনেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট হবে।

Mithun Chakraborty: আজ উত্তরবঙ্গে ভোটের প্রচারে মিঠুন, মোদীর ভূয়সী প্রশংসা BJP নেতার গলায়
মিঠুন চক্রবর্তী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: উত্তরবঙ্গে ভোট প্রচারের উদ্দেশ্যে কলকাতায় এসেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন তিনি। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী ও ভারতবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মিঠুন চক্রবর্তী ।

এ দিন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিঠুন। প্রথমেই রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। এরপর তৃণমূল প্রসঙ্গে বলেন, “ওদের ব্যাপারে কোনও কথাই বলতে চাই না। আমাদের দল সম্বন্ধে কোনও কথা বলুন বলব।” এরপরই মোদী ম্যাজিক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে তিনি বলেন, “মোদী ম্যাজিক যতদিন আছে ভারত বিজেপি শাসিত দেশ থাকবে ততদিন।”

প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর বিধানসভা ভোটের সময়ে প্রচারে নামেন তিনি। আজ জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা রয়েছে বিজেপি নেতার। সামনেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট হবে।

Next Article