Women Safety in Kolkata: নজরে নারীসুরক্ষা, নির্ভয়া তহবিল থেকে আরও সাড়ে ৩ হাজার ক্যামেরায় মুড়ছে তিলোত্তমা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 02, 2023 | 8:11 PM

Nirbhaya Fund: এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতা শহরে শুধু মহিলাই নয়, আপামর সাধারণ নাগরিকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Women Safety in Kolkata: নজরে নারীসুরক্ষা, নির্ভয়া তহবিল থেকে আরও সাড়ে ৩ হাজার ক্যামেরায় মুড়ছে তিলোত্তমা
নিরাপত্তা আরও বাড়ছে কলকাতায়

Follow Us

কলকাতা: শহর কলকাতার নিরাপত্তা ব্যবস্থায় আরও নজর দেওয়া হচ্ছে। নির্ভয়া ফান্ড (Nirbhaya Fund)  থেকে কলকাতায় আরও সাড়ে তিন হাজার সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই তহবিল থেকে কলকাতায় প্রায় আড়াই হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। এর পাশাপাশি রাতের অন্ধকারেও গাড়ির নম্বর প্লেট যাতে ধরা পড়ে, এমন ক্যামেরাও লাগানো হবে শহরের বিভিন্ন প্রান্তে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতা শহরে শুধু মহিলাই নয়, আপামর সাধারণ নাগরিকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, দেশে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এই নির্ভয়া তহবিল চালু করা হয়েছিল। নির্ভয়া তহবিলের অর্থ বণ্টনের ক্ষেত্রে সুপারিশের জন্য একটি এমপাওয়ারড কমিটি গঠন করা হয়েছিল। ২০১৩ সালের বাজেট বক্তৃতায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রথম এই নির্ভয়া ফান্ডের কথা উল্লেখ করেছিলেন। ২০২১ সালের ৬ অগস্ট কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে এক বিবৃতিতে জানা যায়, ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে কলকাতা হাইকোর্টে এই নির্ভয়া তহবিলের টাকার উপযুক্ত ব্যবহার করা হচ্ছে না বলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। অভিযোগ ছিল, টাকা বরাদ্দ করা হলেও শহরের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি। সেই নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। যদিও সেই সময়ে রাজ্যের তরফে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আশ্বস্ত করে বলেছিলেন শহরে হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শুরু হয়ে যাবে।

এখনও পর্যন্ত যা খবর, তাতে কলকাতা শহরে আগে এই তহবিলের থেকে প্রায় আড়াই হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এবার আরও সাড়ে তিন হাজার ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে গাড়ির নম্বর প্লেট ধরার জন্যও ক্যামেরা লাগানো হবে বলে খবর।

Next Article