Rain Forecast: বাংলায় বৃষ্টির দাপট বাড়বে না কমবে? হাওয়া অফিস বলছে ‘৪৮ ঘণ্টার’ কথা
Rain Forecast: সপ্তাহান্তেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ জেলাতে। তালিকায় বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা।

কলকাতা: রবিবার পর্যন্ত বৃষ্টির হাত থেকে বিরাম নেই। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের কর্তারা বলছেন, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়াও চলবে। আবহাওয়া দফতর বলছে, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবেই। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও হুগলিতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তাহান্তেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ জেলাতে। তালিকায় বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা। তবে জেলাগুলিতে বৃষ্টি হলেও তীব্রতা কম থাকবে।
বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি গরম থাকছেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৭৭ থেকে ৯৭ শতাংশের মধ্যএ। বৃষ্টি হয়েছে ২২.৪ মিলিমিটার। এদিন শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরেও।
