Rain Forecast: ফুটো হয়েছে আকাশ! দিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় লাল-কমলা সতর্কতা
Rain Forecast: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। তবে আগামী শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে।

কলকাতা: বর্ষার শুরুতেই দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপের জেরে বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্য়েই ১৫ জেলায় লাল-কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণের ৬ জেলায় লাল সতর্কতা জারি। কিছু জায়গায় দিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলছে হাওয়া অফিস। কলকাতা-সহ ৯ জেলায় জারি কমলা সতর্কতা।
কলকাতায় একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আলিপুুরের। নিচু জায়গায় জল জমতে পারে। সে কারণে দিনভর তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। সমস্যা যাতে না বাড়ে তার জন্য প্রস্তুত কলকাতা পুরসভা। তবে জেলায় ভারী বৃষ্টির জেরে ক্ষতি হতে পারে সবজি ও ফুলচাষে।
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। তবে আগামী শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। তবে রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরেও একই ছবি। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।
