বালি: সাত সকালে ভয়াবহ ঘটনা বালি ব্রিজে। শিশুকে ছুঁড়ে ফেলে গঙ্গায় ঝাঁপ দিলেন এক মহিলা। বালি ব্রিজের ঘটনা। ফাঁকা সেতু থেকে সকালেই গঙ্গায় ঝাঁপ দেন ওই মহিলা। এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কে কোনও তথ্য পায়নি পুলিশ।
সূত্রের খবর এ দিন সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। লকডাউন চলায় ফাঁলাই ছিল বালি ব্রিজ। গাড়ি তেমন ছিল না। তবে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন কিছু মানুষ। তাঁরাই দেখতে পান ওই দৃশ্য। পথ চলতি মানুষ খবর দেন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ।
আরও পড়ুন: একসঙ্গে সময় কাটাচ্ছেন দীর্ঘক্ষণ, জেলের সুপারের ঘরে চোখে চোখ রেখে ফিরহাদকে মনের জোর জোগাচ্ছেন স্ত্রী
এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে শিশুকে ছুঁড়ে ফেলে দেন ওই মহিলা। তারপর নিজে ঝাঁপ দেন। আত্মহত্যার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে যারা ঝাঁপ দিয়েছেন তাঁদের পরিচয় পাওয়া যায়নি। এলাকায় কোনও সিসিটিভি আছে কিনা, তা দেখার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: মনের জোর হারাবেন না, সুব্রত-জায়া ছন্দ বাণীকে ফোন করে পাশে থাকার আশ্বাস মমতার