মনের জোর হারাবেন না, সুব্রত-জায়া ছন্দ বাণীকে ফোন করে পাশে থাকার আশ্বাস মমতার
আইনি লড়াই ছেড়ে এখন এই মামলায় রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। তাই ছন্দ বাণী মুখোপাধ্যায়কে নিজের শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
কলকাতা: জেলবন্দি সতীর্থদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার সন্ধ্যাবেলাই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে ফিরে এরপর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। সূত্রের খবর, সুব্রত-জায়া ছন্দ বাণী মুখোপাধ্যায়ের পাশাপাশি মন্ত্রীর সঙ্গেও ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেছেন মমতা।
তৃণমূল সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় ছন্দ বাণী মুখোপাধ্যায়কে ফোন করে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে তিনি জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন সুব্রতবাবু। অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাঁকে। তাই ছন্দ বাণীদেবী যেন মনের জোর না হারান সেই কথা বারবার করে তাঁকে বলেছেন নেত্রী। মমতা বলেছেন, আইনি লড়াই ছেড়ে এখন এই মামলায় রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। তাই ছন্দ বাণী মুখোপাধ্যায়কে নিজের শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
সোমবার সকালে সিবিআই গ্রেফতার করার পর সেদিন রাত থেকেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বাংলার অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ এই রাজনীতিক। তারপর থেকেই বেশিরভাগ সময়টাই সুব্রতবাবুর পাশে থেকেই কাটিয়েছেন ছন্দ বাণীদেবী। ক্যামেরার ঝলকানি এবং রাজনৈতিক টানাপোড়েন থেকে বহু দূরে থাকা ছন্দ বাণী কোনওদিন চাইতেন না সু্ব্রতবাবু রাজনীতির আঙিনায় আসুন। পেশায় সাংবাদিক হলেও আগাগোড়া প্রচার মাধ্যম থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখতে পছন্দ করেন ছন্দ বাণী মুখোপাধ্যায়। এখনও আবডালেই থাকতে ভালবাসেন তিনি।
আরও পড়ুন: পিএম কিসান নিধির টাকা বণ্টন বন্ধ রাখা হোক বাংলায়, মোদীকে চিঠি দিলীপের
উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শ্রীমানী বাড়ির মেয়ে ছন্দ বাণী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সময় ছাত্রজীবনেই সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম। তারপর বিয়ে করেন দু’জনে। ছন্দ বাণী যদিও প্রথমেই সুব্রতকে বলে দিয়েছিলেন, বিয়ে করতে হলে রাজনীতি ছাড়তে হবে। সেটা পারেননি সুব্রত। এরপর মিসেস মুখার্জি চেয়েছিলেন, সুব্রত যেন কোনওদিন মন্ত্রী না হন। বলাই বাহুল্য, সেই কথাটাও রাখা সম্ভব হয়নি পঞ্চায়েত মন্ত্রীর। তবে এত কিছুর পরও সর্বদাই সুব্রত মুখোপাধ্যায়কে কেন্দ্র করেই ছিল তাঁর জীবন। মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেও বেশির সময়টাই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডেই কেটেছে ছন্দ বাণী মুখোপাধ্যায়ের।
আরও পড়ুন: ‘ববিকে জেল থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার’, নবান্ন থেকে ফিরে ফিরহাদের বাড়িতে হাজির মমতা