AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ২১ শে জুলাই সংসদে যাবেন না TMC সাংসদরা, জানিয়ে দিলেন সুদীপ

TMC: এ দিন সুদীপ বলেন, "আমরা শপথ নিয়েছি অতীতের রেকর্ড ভাঙব। অনেক নেতা আসবেন, অনেক নেতা যাবেন। অনেকে প্রলোভন দেখাবেন। কিন্তু আমরা রেকর্ড ভাঙব।"

TMC: ২১ শে জুলাই সংসদে যাবেন না TMC সাংসদরা, জানিয়ে দিলেন সুদীপ
সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 9:57 PM

কলকাতা: ২১শে জুলাই দিল্লির সংসদে বর্ষাকালীন অধিবেশন ডাকা হয়েছে। ওই দিন আবার রয়েছে তৃণমূলের শহিদ সমাবেশ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাই একটুও সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল। সেই কারণেই শাসকদলের তরফে নেওয়া হল বড় সিদ্ধান্ত। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন লোকসভা ও রাজ্যসভায় কোনও সদস্য উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সামনের বছর বিধানসভা ভোট। তার আগে ২১শে জুলাইয়ের এই শহিদ সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলার মসনদ দখলে যখন বিজেপি উঠে পড়ে লেগেছে, তখন সিংহাসন ধরে রাখতে মরিয়া তৃণমূলও। আর তার সব থেকে ভাল সুযোগ যে এই শহিদ সমাবেশ,তা বলার অপেক্ষা রাখে না।

এ দিন সুদীপ বলেন, “আমরা শপথ নিয়েছি অতীতের রেকর্ড ভাঙব। অনেক নেতা আসবেন, অনেক নেতা যাবেন। অনেকে প্রলোভন দেখাবেন। কিন্তু আমরা রেকর্ড ভাঙব।” এই বছরের একুশে জুলাইয়ে গুরুত্ব বুঝিয়ে তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ২০২৬। সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।” এরপরই সংসদের বিষয়টি উল্লেখ করেন তিনি। বলেন, “পহেলগাঁও হামলার পর বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাব দেওয়া হবে না বর্ষাকালীন অধিবেশন এগিয়ে আনা হল। ২১ জুলাই আমাদের কোনও সাংসদ আমাদের লোকসভা ও রাজ্যসভায় থাকবেন না।” বস্তুত, শনিবার ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি মিটিং ডাকে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের দলীয় কার্যালয়ে চলে এই মিটিং।