কলকাতা: বিজেপি-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত হেস্টিংস। শনিবার সকালে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘেরাও করে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে এসে পৌঁছয় হেস্টিংস থানার পুলিস। লালবাজার থেকেও বিশেষ দল হাজির হয়।
আরও পড়ুন: বাংলায় করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু
শনিবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ‘নবীণ বরণ’-এর আয়োজন করে বঙ্গ বিজেপি। সম্প্রতি বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এমন ৪৩ জনকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে। এই অনুষ্ঠানেই যোগ দিতে উপস্থিত হন সাংসদ সুনীল মণ্ডলও।
আরও পড়ুন: বছর শেষে শীতের ঠকঠকানি চলবেই, আজ তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
অভিযোগ, বিজেপির এই কার্যালয়ের অদূরেই মঞ্চ করে একটি কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন সুনীল মণ্ডলের গাড়ি বিজেপির কার্যালয়ের কাছে পৌঁছতেই তৃণমূলের লোকজন ঘিরে ধরেন। গো ব্য়াক স্লোগান দিতে শুরু করেন। সাংসদের গাড়ির সামনে শুয়েও পড়েন কয়েকজন। কোনওমতে বিজেপি কর্মীরা সাংসদকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে যান। বিজেপির অভিযোগ, ভয় পেয়ে তৃণমূল এ ধরনের ঘটনা বারবার ঘটাচ্ছে। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। পাল্টা তৃণমূলের দাবি, কনভয়ে হামলার সঙ্গে তৃণমূলের কোনও যোগই নেই। সুনীল মণ্ডলের গাড়ি ঘেরাও করে বিক্ষোভও মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদেরই বহিঃপ্রকাশ। এক দলের সাংসদ হয়ে অন্য দলে চলে যাওয়া মানুষ ভালভাবে নিচ্ছেন না।