কলকাতা: ফের একবার পিএসি বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। বৃহস্পতিবার ছিল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক। আর সেই বৈঠকে এলেন না মুকুল রায়। আগেও এ ভাবে বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে।
সপ্তদশ বিধানসভা শুরু হওয়ার পরে থেকে শুক্রবার করেই পিএসি বৈঠক হয় বিধানসভায়। কিন্তু আগামিকাল, শুক্রবার বিধানসভা বন্ধ থাকবে। তাই বৃহস্পতিবারেই পিএসি বৈঠক হয়। বেশিরভাগ বৈঠকের মতোই এ দিন অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান মুকুল রায়। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অনুপস্থিত থাকলে তাপস রায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি কোভিডে আক্রান্ত। তাই এ দিন আসতে পারেননি তাপসও। সে কারণে বৃহস্পতিবার পিএসি বৈঠকে চেয়ারম্যানের দায়িত্ব সামলালেন নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ।
আগামী ৩ জানুয়ারি, সোমবার মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত শুনানি রয়েছে। সেই শুনানিতে হাজির থাকবেন অভিযোগকারী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন শুভেন্দুর আইনজীবীরা। মুকুল রায় আসবেন কি না, তা তাঁর আইনজীবীরাই জানাবেন।
সম্প্রতি, দলত্যাগ অভিযোগের শুনানিতে মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস সওয়াল করেন মুকুল রায় কোনও দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগই দেননি। এবারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মুকুল রায়। ভোটের পর তিনি ফের তাঁর পুরানো দল তৃণমূলে যোগ দেন। এরপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিজেপি। গত ১৭ জুন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্যে মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অম্বিকা রায়।
আরও পড়ুন: Post Poll Clash: ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত, নিহত বিজেপি কর্মীর বাড়িতে সিবিআই