কলকাতা: দলে এখন মুকুল রায়ের অবস্থান কী? কেন দল বদলের পরেও তিনি নিষ্ক্রিয়? একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের আড়ালে থাকা নিয়ে এইসব জল্পনা চলছিলই। তারমধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পর্বে তাঁর সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর কালীপুজোয় দেখা গেল মুকুলের বাড়িতে তৃণমূল নেতাদের ভিড়। অভিষেক ঘনিষ্ঠ নেতা কিংবা দলের পুরানো নেতা – সকলকেই দেখা গেল কৃষ্ণনগর উত্তরে বিজেপি বিধায়কের সঙ্গে সৌজন্য বিনিময় করতে। মুকুল রায়ের কাছে আনাগোনা পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, অর্জুন সিংদের। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? চর্চা রাজনীতির ময়দানে।
একুশ সালের ১১ জুন মুকুল রায়কে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে তাঁর প্রত্যাবর্তন হয়। এবার দুর্গাপুজো শেষে বিজয়া পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান মুকুল রায়। সেখানে নেত্রীর সঙ্গে কথা বলেন। তারপর থেকে দেখা যায়, দলের একাধিক শীর্ষ স্তরের নেতা মন্ত্রীরা, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক মুকুল রায়ের বাড়িতে যান। তাঁরা একটা সময়ে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁরা কখন মুকুলের কাছড়াপাড়ার বাড়িতে, কখনও আবার সল্টলেকের বাড়িতে যাচ্ছেন। কালীপুজোতে মুকুল রায়ের বাড়িতে যান অর্জুন সিং, কাঁছড়াপাড়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, পৌরসভার একাধিক কাউন্সিলর, বর্ধমানের তৃণমূল নেতারাও। কিছুদিন আগে কার্যত রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাওয়া সিউড়ির নেতা স্বপন ঘোষও মুকুল রায়ের বাড়িতে যান।
পঞ্চায়েত নির্বাচনের আগে দেখা যাচ্ছে, পঞ্চায়েত এলাকা থেকে উঠে আসা নেতারাই বারবার মুুকুল রায়ের সঙ্গে দেখা করছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া সেই বৈঠক কি সেতুূবন্ধনের কাজ করল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে আসলে রণকৌশলের পাঠ নিতেই কি মুকুল রায়ের বাড়িতে গেলেন শীর্ষ স্তরের নেতারা? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তৃণমূলের কোথায় কী হচ্ছে, তা নিয়ে মাথাব্যথা নেই বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলে মুকুল রায় ২০১৯ সালে গদ্দার ছিলেন. তারপর একুশে গদাধর হয়ে গিয়েছেন। প্রত্যাবর্তন করেছেন। কে কোথায় নতুন দল তৈরি করছে, কে অ্য়াক্টিভ হচ্ছে, তা নিয়ে ভাবে না বিজেপি। এখন পশ্চিমবঙ্গের রাজনীতি বিজেপি-তৃণমূলের মধ্যেই মেরুকৃত।”