মুকুল না শুভেন্দু? বিরোধী দলনেতা চূড়ান্ত করতে সংশয়ে পদ্মশিবির, দায়িত্ব বর্তাল পর্যবেক্ষকদের ঘাড়ে

May 09, 2021 | 10:32 AM

কে হবেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা? শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) না মুকুল রায় (Mukul Roy)? নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সেই বিষয়টি পদ্ম শিবির (BJP) ঠিক করে উঠতে পারেনি।

মুকুল না শুভেন্দু? বিরোধী দলনেতা চূড়ান্ত করতে সংশয়ে পদ্মশিবির, দায়িত্ব বর্তাল পর্যবেক্ষকদের ঘাড়ে
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: কে হবেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা? শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) না মুকুল রায় (Mukul Roy)? নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সেই বিষয়টি পদ্ম শিবির (BJP) ঠিক করে উঠতে পারেনি। বিধানসভার বিরোধী দলনেতা বাছাই করতে তাই এবার পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার রাতে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক হয়। বিরোধী দলনেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় রবিশঙ্কর প্রসাদ ও ভূপেন্দ্র যাদবকে।

কয়েকদিন আগেই TV9 বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, বিরোধী দলনেতা হবেন শুভেন্দু অধিকারী। তিনি দীর্ঘদিন এই রাজ্যের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। বহু বছরের বিধায়ক। সেদিক মাথায় রেখেই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে মনে করছিল পদ্মশিবির। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েছেন। সেক্ষেত্রে তাঁর নামই বিরোধী দলনেতা হিসাবে এগিয়ে ছিল।

তবে এক্ষেত্রে পাল্লা ভারি রয়েছে আরও এক জনের। তুলনামূলকভাবে দলের আদি সদস্য মুকুল রায়ের নামও বিরোধী দলনেতা হিসাবে উঠে আসছে। তিনি কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতেছেন। বিরোধী দলনেতা হিসেবে এই দু’জনের নামই বারবার উঠে এসেছে।

আরও পড়ুন: রাজ, জুন- একাধিক নতুন মুখ, বদলাতে পারে পুরনোদের দফতরও! নয়া স্ট্র্যাটেজিতে নতুন মন্ত্রিসভা সাজাচ্ছেন মমতা

বিজেপির নিয়ম অনুসারে, দিল্লির পার্লামেন্ট বোর্ড বসবে। সেখানেই তাঁরা নাম চূড়ান্ত করে। যাঁরা পর্যবেক্ষক হিসাবে আসছেন, তাঁদের কাছে নাম ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তাঁরা বিধায়কদের সঙ্গে বৈঠক করে নামের প্রস্তাব দেবেন। তারপর তা সর্বসম্মতভাবে গৃহীত হবে। মনে করা হচ্ছে, সোমবারের মধ্যেই বিরোধী দলনেতার নাম ঘোষণা হয়ে যাবে। তবে শুভেন্দু অধিকারীর নামই এগিয়ে রয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

Next Article