পুজোর পর ভোট হলে ভাগ্য নির্ধারণ ময়নাগুড়ি, ফালাকাটা পুরসভারও, কমিশনের কাছে তথ্য জমার প্রক্রিয়া শুরু

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 05, 2021 | 11:15 PM

Municipal Election: রাজ্যে মোট পুরসভা বেড়ে দাঁড়াল ১২৭।

পুজোর পর ভোট হলে ভাগ্য নির্ধারণ ময়নাগুড়ি, ফালাকাটা পুরসভারও, কমিশনের কাছে তথ্য জমার প্রক্রিয়া শুরু
মাসে প্রায় ৪ কোটি টাকা সাশ্রয় করবে খাদ্য দফতর (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নতুন পুরসভার তালিকায় ইতিমধ্যেই যুক্ত হয়েছে নতুন দু’টি নাম। দু’টিই উত্তরবঙ্গের। একটি জলপাইগুড়ির ময়নাগুড়ি, অন্যটি আলিপুরদুয়ারের ফালাকাটা। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই পুরসভার নাম ঘোষণা করেছিলেন। এবার ভোট প্রক্রিয়ার সঙ্গেও ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভাকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হল। এ বিষয়ে জানানো হল নির্বাচন কমিশনকে।

রাজ্যে মোট পুরসভা বেড়ে দাঁড়াল ১২৭-এ। পঞ্চায়েতের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় পুরসভা এলাকায়। পুরসভার ক্ষেত্রে অর্থও অনেক বেশি বরাদ্দ হয়। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভার সমস্ত সুযোগ সুবিধা এবার এলাকার মানুষ পাবেন। একই ভাবে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দদেরও সেই সুযোগ মিলবে। সম্প্রতি পুর নগরোন্নয়ন দফতর এই দুই পুরসভার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। এদিকে নতুন পুরসভা মানেই সেখানে নির্বাচনের প্রয়োজনীয়তা থাকবে।

তার জন্য পুর নগরোন্নয়ন দফতর রাজ্য নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য পাঠিয়েছে। সূত্রের খবর, এই দুই জায়গায় যাতে নির্বাচন করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও ইতিমধ্যেই করতে শুরু করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, যদি নভেম্বর-ডিসেম্বর মাসে পুরভোট হয়, তবেই এই দুই নয়া পুরসভারও ভোট করা সম্ভব। অর্থাৎ যে ১১২টি পুরসভায় ভোট বাকি রয়েছে তার সঙ্গে এই দুই নতুন পুরসভার নামও যুক্ত হবে। এ ক্ষেত্রে ১১৪টি পুরসভায় ভোট হবে। কিন্তু পুর ভোট যদি সেপ্টেম্বরে এগিয়ে আসে সে ক্ষেত্রে ফালাকাটা ও ময়নাগুড়ি পুরসভার নির্বাচন সম্ভব কি না তা নিয়ে ধন্দ রয়েছে। কারণ, নতুন পুরসভার ক্ষেত্রে বেশ কিছু কার্যপ্রণালী থাকে। তা সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় লাগবে। আরও পড়ুন: এবার প্রশ্নের মুখে ন্যায্য মূল্যের দোকানের ওষুধের মান! মারাত্মক তথ্যে চিন্তায় খোদ স্বাস্থ্য ভবন

Next Article