অশোকনগর ও কলকাতা: একুশের বিধানসভা নির্বাচন থেকেই একের পর এক চমক দিয়েছে বাম শিবির (CPIM)। কখনও মুখ বদলে কখনও সুর বদলে! বিধানসভা নির্বাচনে জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গানের রিমেকে নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিয়েছিল বাম শিবির। ওয়াই জেনারেশনের কথা মাথায় রেখেই কার্যত নতুনভাবে দেখা গিয়েছিল নেতৃত্বকে। সেই জনপ্রিয় রিমেকের সঙ্গে ভাল সঙ্গত দিয়েছিল সেইমতো গ্রাফিক্স। পুরভোটেও একই পদক্ষেপ করল বাম শিবির। তবে এ বার ‘টুম্পা সোনা’ নয়, অশোকনগরে প্রচারের জন্য দক্ষিণী ছবি ‘পুষ্পা’-র জনপ্রিয় গান ‘ও আন্তেভা’-কেই (Oo Antava) বেছে নিল বাম শিবির। ‘ও আন্তেভা’-র সুরেই তৈরি সিপিএমের ‘থিম সং’।
জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’-এ একটি বিশেষ গান ‘ও অন্তেভা’ গানে নাচ করেছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ছবিটির সঙ্গে গানটিও জনপ্রিয় ইতিমধ্যেই। দর্শক ও অনুরাগীদের অনেকেরই মন্তব্য গানে উষ্ণতা ছড়িয়েছেন সামান্থা। সেই গানেই এ বার রিমেক তৈরি করল অশোকনগরের বাম শিবির। সূত্রের খবর রিমেকটি তৈরি ও আবহ করেছেন প্রীতম শর্মা। গেয়েছেন শ্রেয়া। সিপিএম ডিজিটাল প্রোডাকশনের পক্ষ থেকে গানটি তৈরি করা হয়েছে। গানের কথা ও সুরে উঠে এসেছে শাসক শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের কথা। এসেছে তোলাবাজির কথাও।
একটি রাজনৈতিক দলের প্রচারে কেন এমন জনপ্রিয় গানের ব্যবহার? অশোকনগর ১৯ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী তৃণাঙ্কা পোদ্দারের কথায়, “আসলে সাধারণ মানুষের কাছে সাধারণ ভাবে কথা পৌঁছে দিতে হবে। আমরা সেটাই চাইছি। তাতে যদি কোনও বাজারচলতি জনপ্রিয় গান ব্যবহার করা হয়, তাতে সমস্যা কোথায়! ওয়াই জেনারেশন যা ভালবাসে সেদিকে কিছুটা নজর দিলেই বা অসুবিধা কোথায়!”
তাহলে কি কোথাও গিয়ে ছকভাঙার চেষ্টা করছে বাম শিবির? তৃণাঙ্কা আরও বলেছেন, “হ্যাঁ, কিছুটা ছকভাঙা তো বটেই। সিপিএম বলতেই সাধারণ মানুষ যে গুরুগম্ভীর বিষয়টি বুঝত, সেটা নয়। সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়সাধন করতে গেলে সাধারণের ভাষা বুঝতে হবে।”
বস্তুত, বিধানসভা নির্বাচনের সময় থেকেই দেখা গিয়েছে, কার্যত একের পর এক ছক ভাঙছে বাম শিবির। বিশ্লেষকরা বলছেন, বাম শিবির তাদের শূন্যাবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তৎপর। তাই কোনওভাবেই নিজেদের জায়গা ছাড়তে রাজি নয় তারা। ইতিমধ্যেই দলের পরিকল্পনা, কর্মসূচিতেও একাধিক বদল এনেছে তারা। সম্প্রতি, বারুইপুরে ভোম্বল মিস্ত্রির মতো শ্রমজীবী মানুষকে প্রার্থী করেছে বাম শিবির। সিপিএমের তরফে জানা গিয়েছে, বাম শিবির সর্বদাই সর্বহারাদের কথা বলে। শ্রমিকের কথা বলে। তাহলে কোনও মেহনতী শ্রমিক প্রার্থী হবে না? বস্তুত, ছক ভাঙতে তৎপর সিপিএম। কলকাতা পুরভোটে এককভাবে লড়াই করার পর ভাল অংশের ভোট শতাংশ জুটেছে বামেদের কপালে। সেই ভোট শতাংশ আরও বাড়াতেই তৎপর তারা।
শুধু ভোম্বলের মতো প্রার্থী নন, অনেক ওয়ার্ডেই বামেদের তরফে প্রার্থী হয়েছেন তরুণেরা। নতুন প্রজন্মকে সামনে এনেছে বাম শিবির। এতদিন, বামেদের প্রার্থী বলতে সমাজের তথাকথিত, ‘মার্জিত শিক্ষিত’ প্রার্থী বা কর্মীর ছবি ভেসে উঠত, সেই চেনা ছকই ভাঙতে চাইছে তারা। তাই, ভোম্বলের মতো ‘স্বল্পশিক্ষিত’ মানুষই এ বার সিপিএমের মুখ।
পূর্বে কোনও প্রতিবাদ, দাবি জানাতে বাম শিবির ধর্মঘট বা হরতালকেই পন্থা হিসেবে বেছে নিয়েছে। ২০১১ সালে পরিবর্তনের হাওয়া আসার পরে বাম শিবিরের ধর্মঘট করা জারি ছিল। কেবল মিছিল পিকেটিং নয়, বিভিন্ন সময়ে ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবরও শোনা যেত। কিন্তু, সেই সময় থেকেই এ বার সরে আসতে চাইছে বাম শিবির। অন্তত এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
অশোকনগর ও কলকাতা: একুশের বিধানসভা নির্বাচন থেকেই একের পর এক চমক দিয়েছে বাম শিবির (CPIM)। কখনও মুখ বদলে কখনও সুর বদলে! বিধানসভা নির্বাচনে জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গানের রিমেকে নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিয়েছিল বাম শিবির। ওয়াই জেনারেশনের কথা মাথায় রেখেই কার্যত নতুনভাবে দেখা গিয়েছিল নেতৃত্বকে। সেই জনপ্রিয় রিমেকের সঙ্গে ভাল সঙ্গত দিয়েছিল সেইমতো গ্রাফিক্স। পুরভোটেও একই পদক্ষেপ করল বাম শিবির। তবে এ বার ‘টুম্পা সোনা’ নয়, অশোকনগরে প্রচারের জন্য দক্ষিণী ছবি ‘পুষ্পা’-র জনপ্রিয় গান ‘ও আন্তেভা’-কেই (Oo Antava) বেছে নিল বাম শিবির। ‘ও আন্তেভা’-র সুরেই তৈরি সিপিএমের ‘থিম সং’।
জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’-এ একটি বিশেষ গান ‘ও অন্তেভা’ গানে নাচ করেছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ছবিটির সঙ্গে গানটিও জনপ্রিয় ইতিমধ্যেই। দর্শক ও অনুরাগীদের অনেকেরই মন্তব্য গানে উষ্ণতা ছড়িয়েছেন সামান্থা। সেই গানেই এ বার রিমেক তৈরি করল অশোকনগরের বাম শিবির। সূত্রের খবর রিমেকটি তৈরি ও আবহ করেছেন প্রীতম শর্মা। গেয়েছেন শ্রেয়া। সিপিএম ডিজিটাল প্রোডাকশনের পক্ষ থেকে গানটি তৈরি করা হয়েছে। গানের কথা ও সুরে উঠে এসেছে শাসক শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের কথা। এসেছে তোলাবাজির কথাও।
একটি রাজনৈতিক দলের প্রচারে কেন এমন জনপ্রিয় গানের ব্যবহার? অশোকনগর ১৯ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী তৃণাঙ্কা পোদ্দারের কথায়, “আসলে সাধারণ মানুষের কাছে সাধারণ ভাবে কথা পৌঁছে দিতে হবে। আমরা সেটাই চাইছি। তাতে যদি কোনও বাজারচলতি জনপ্রিয় গান ব্যবহার করা হয়, তাতে সমস্যা কোথায়! ওয়াই জেনারেশন যা ভালবাসে সেদিকে কিছুটা নজর দিলেই বা অসুবিধা কোথায়!”
তাহলে কি কোথাও গিয়ে ছকভাঙার চেষ্টা করছে বাম শিবির? তৃণাঙ্কা আরও বলেছেন, “হ্যাঁ, কিছুটা ছকভাঙা তো বটেই। সিপিএম বলতেই সাধারণ মানুষ যে গুরুগম্ভীর বিষয়টি বুঝত, সেটা নয়। সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়সাধন করতে গেলে সাধারণের ভাষা বুঝতে হবে।”
বস্তুত, বিধানসভা নির্বাচনের সময় থেকেই দেখা গিয়েছে, কার্যত একের পর এক ছক ভাঙছে বাম শিবির। বিশ্লেষকরা বলছেন, বাম শিবির তাদের শূন্যাবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তৎপর। তাই কোনওভাবেই নিজেদের জায়গা ছাড়তে রাজি নয় তারা। ইতিমধ্যেই দলের পরিকল্পনা, কর্মসূচিতেও একাধিক বদল এনেছে তারা। সম্প্রতি, বারুইপুরে ভোম্বল মিস্ত্রির মতো শ্রমজীবী মানুষকে প্রার্থী করেছে বাম শিবির। সিপিএমের তরফে জানা গিয়েছে, বাম শিবির সর্বদাই সর্বহারাদের কথা বলে। শ্রমিকের কথা বলে। তাহলে কোনও মেহনতী শ্রমিক প্রার্থী হবে না? বস্তুত, ছক ভাঙতে তৎপর সিপিএম। কলকাতা পুরভোটে এককভাবে লড়াই করার পর ভাল অংশের ভোট শতাংশ জুটেছে বামেদের কপালে। সেই ভোট শতাংশ আরও বাড়াতেই তৎপর তারা।
শুধু ভোম্বলের মতো প্রার্থী নন, অনেক ওয়ার্ডেই বামেদের তরফে প্রার্থী হয়েছেন তরুণেরা। নতুন প্রজন্মকে সামনে এনেছে বাম শিবির। এতদিন, বামেদের প্রার্থী বলতে সমাজের তথাকথিত, ‘মার্জিত শিক্ষিত’ প্রার্থী বা কর্মীর ছবি ভেসে উঠত, সেই চেনা ছকই ভাঙতে চাইছে তারা। তাই, ভোম্বলের মতো ‘স্বল্পশিক্ষিত’ মানুষই এ বার সিপিএমের মুখ।
পূর্বে কোনও প্রতিবাদ, দাবি জানাতে বাম শিবির ধর্মঘট বা হরতালকেই পন্থা হিসেবে বেছে নিয়েছে। ২০১১ সালে পরিবর্তনের হাওয়া আসার পরে বাম শিবিরের ধর্মঘট করা জারি ছিল। কেবল মিছিল পিকেটিং নয়, বিভিন্ন সময়ে ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবরও শোনা যেত। কিন্তু, সেই সময় থেকেই এ বার সরে আসতে চাইছে বাম শিবির। অন্তত এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা