Nabanna: পুজোর মুখে জেলা প্রশাসনে বড় রদবদল নবান্নের

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 17, 2023 | 4:32 PM

Nabanna: ৩৭ জনের মধ্যে ১৩ জন বদলি হয়েছে যুগ্ম সচিব পদে। ১৪ জন অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব পেয়েছেন।অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত ছিলেন ১০ জন আইএএস অফিসার।

Nabanna: পুজোর মুখে জেলা প্রশাসনে বড় রদবদল নবান্নের
নবান্ন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা:  ১৫৮ জন আধিকারিককে বদল করল নবান্ন। WBCS স্তরে ১২১ জনকে বদল করা হয়েছে। তার মধ্যে ৩৭ জন অতিরিক্ত জেলা শাসক বা এডিএম। ২৬ জন মহকুমা শাসক বা এসডিও রয়েছেন। তালিকায় রয়েছেন ৪০ জন আইএএস অফিসার। তবে তার মধ্যে তিন জনের দায়িত্বে বদল এসেছে। হাওড়ার অতিরিক্ত জেলা শাসক আর পুর কমিশনার এক সঙ্গে ছিলেন ধবল জৈন। তিনি শুধু কমিশনার থাকলেন। ৩৭ জনের মধ্যে ১৩ জন বদলি হয়েছে যুগ্ম সচিব পদে। ১৪ জন অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব পেয়েছেন।অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত ছিলেন ১০ জন আইএএস অফিসার। তাঁদের এসডিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে নবান্নের নির্দেশিকা অনুসারে।

কী কারণে এই রদবদল? পর্যবেক্ষকদের মতে,  সংশ্লিষ্টদের একই পদে কার্যকালের মেয়াদ তিন বছর হয়ে গিয়েছে। সামনেই চব্বিশের নির্বাচন। সেক্ষেত্রে তার আগেই এই রদবদল প্রয়োজন ছিল। তা না হলে জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটের কাজে তাঁদের কাজে লাগানো যেত না।

কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। তাঁদেরও কার্যকালের মেয়াদ একই জায়গায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। এবারের  বদলি-নির্দেশিকায় ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন।

Next Article