Nabanna: নির্দিষ্ট দিনেই SSC-র পরীক্ষা, বৈঠক করে নবান্নের স্পষ্ট বার্তা
Nabanna SSC Exam: ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতে বৈঠকও ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে শুক্রবারই বৈঠক সেরে ফেলেছেন তিনি।

কলকাতা: নির্দিষ্ট দিনেই এসএসসি-র পরীক্ষা। বদলাচ্ছে না সূচি, হাতে সময় কম- নবান্নের তরফে এমনই বার্তা এসেছে শিক্ষা দফতরের কাছে। পরীক্ষা পেছানোর বিষয়টি রাজ্যের হাতে ছেড়েছিল সুপ্রিম কোর্ট। জেলাশাসকদের কাছে নবান্নের বার্তা দিয়েছে সূচি পিছোবে না। সুপ্রিম নির্দেশ মেনে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিলাপ চালানো হবে, এমনটাই খবর এসএসসি সূত্রে।
ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতে বৈঠকও ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে শুক্রবারই বৈঠক সেরে ফেলেছেন তিনি। রিভিউ পিটিশনের আর্জি খারিজ হতেই পরীক্ষার তারিখ পিছনোর আবেদন জানান চাকরিহারাদের একাংশের। কিন্তু পরীক্ষা কোনওভাবেই পিছোচ্ছে না বলেও শিক্ষা দফতরের কাছে নবান্নের তরফে বার্তা আসে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি (SSC)। সেই পরীক্ষার দিন ঘোষণা আগেই করেছে স্কুল সার্ভিস কমিশন। একদিন নবম-দশম ও আর একদিন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র এই নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম-দশম ও ১৪ তারিখে একাদশ-দ্বাদশের পরীক্ষা হবে। সেই পরীক্ষারই তারিখ পিছনোর আবেদন জানানো হয়েছিল। চাকরিহারা চিন্ময় বলেন, “বিচার ব্যবস্থার উপর আমাদের আর আস্থা থাকল না।” যদিও প্রথম থেকেই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করে আসছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরীক্ষায় বসতেই হবে। সেক্ষেত্রে বিকল্প কোনও পথ নেই।

