কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে রাজ্যের বড় চমক স্বাস্থ্যক্ষেত্রে! সরকারি হাসপাতালের মতো এবার বেসরকারি হাসপাতালগুলিতেও (Private Hospital) লাগাম পরাতে চলেছে রাজ্য (Nabanna)। চিকিৎসা বা ডায়াগনিস্টিক পরীক্ষা-নিরীক্ষার নামে আর অতিরিক্ত টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। বেসরকারি হাসপাতালের খরচ বেঁধে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য।
অনেক সময়ই সরকারি হাসপাতালে বেড না পেয়ে বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হন অনেক সাধারণ মানুষ। কিন্তু, ডায়াগনিস্টিক পরীক্ষা থেকে আউটডোর (OPD) বিভাগ, ইন্ডোর (IPD) সহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার খরচ এতটাই বেশি যে হিমশিম খাওয়ার অবস্থা হয় রোগীর পরিবারের। তাই এবার বেসরকারি হাসপাতালগুলির খরচ বেঁধে দিতে বিশেষ তৎপর রাজ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যে এক বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ বেঁধে দিতে গত ২ মার্চ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে বিশিষ্ট চিকিৎসকেরা ছাড়াও রয়েছেন ৬ জন সিনিয়ার প্রশাসক। এছাড়া স্বাস্থ্য দফতরের অধিকর্তা, উপদেষ্টা সহ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিনিয়ার সচিবও রয়েছেন। এই কমিটির তত্ত্বাবধানেই বেসরকারি হাসপাতালগুলির বেড ভাড়া, বিভিন্ন পরীক্ষা, ওপিডি, আইপিডি সহ বিভিন্ন খরচ নির্ধারণ করা হবে।
সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলিতে শ্রেণিবিন্যাস (A,B,C) অনুসারে এই সমস্ত খরচ বেঁধে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে এর আগে ২০১৭ সালেও বেসরকারি হাসপাতালগুলির খরচ নিয়ন্ত্রণে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিও এখনও পর্যন্ত একাধিক অ্যাডভাইজারি প্রকাশ করেছে। যার মধ্যে কোভিড সংক্রান্ত একাধিক অ্যাডভাইজারির পাশাপাশি হাসপাতালের ওষুধের বিলে ১০ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছিল। এবার নতুন কমিটি নয়া কী অ্যাডভাইজারি দেয়, সেটাই দেখার!