‘নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভুল মন্ত্র পাঠ করেছেন মমতা’, শুভেন্দু মোবাইলে চালালেন রেকর্ডিং
একুশের (West Bengal Assembly Election 2021) মহারণের স্লগ ওভারে একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছেন যুযুধান প্রতিদ্বন্দ্বী মমতা (Mamata Banerjee) বনাম শুভেন্দু (Suvendu Adhikari)।
নন্দীগ্রাম: একুশের (West Bengal Assembly Election 2021) মহারণের স্লগ ওভারে একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছেন যুযুধান প্রতিদ্বন্দ্বী মমতা (Mamata Banerjee) বনাম শুভেন্দু (Suvendu Adhikari)। বুধবার শিবমন্দিরে পুজো দিলেন মমতা, এরপর মনোনয়ন জমা দেবেন তিনি। অন্যদিকে, নন্দীগ্রামেই (Nandigram) দলীয় কর্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী, তারপর সেখানেই যজ্ঞ করবেন তিনি। তবে তারও আগে সভামঞ্চ থেকে শুভেন্দু সুর চড়ান, “দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান।”
ইতিমধ্যেই নন্দীগ্রামে মেগা রোড শো করেছেন শুভেন্দু। বেলা ১০টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও. তাতে কিছুটা দেরি হয়। বেলা ১১.৫০ মিনিটে রোড শো শুরু করেন শুভেন্দু। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন শুভেন্দু।
বহিরাগত ইস্যুতেই ফের ‘মাননীয়া’কে খোঁচা দেন শুভেন্দু। তিনি বলেন, “আমাকে নিজের সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না। আপনারা বলুন তো, লকডাউনের সময়ে মাননীয়া খোঁজ নিয়েছেন, নন্দীগ্রামের মানুষ কেমন আছেন! এখানকার মানুষ খেতে পাচ্ছেন কিনা, তা খোঁজ নিয়েছেন! কালকে মাননীয়ার সঙ্গে যারা ঘুরছিলেন, সব কটা চোর।”
রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার হয়েছি, জানেন তো। ভোটের আগের দিন রাতে এসে থাকব। কোথায় মোটর সাইকেল বেরোয় দেখব। ট্যা ফুঁ করতে দেব না। মাথায় টিকা কেটে ভোর পাঁচটায় বেরবো। বুথে বুথে যাব, আমার মুখ দেখে কোথায় ভোট দেয়, আমি দেখব।”
হিন্দুত্ব ইস্যুতেও মমতাকে বিঁধতে ছাড়েননি শুভেন্দু। সভামঞ্চ থেকে তাঁর কটাক্ষ, “এমন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কাল মাননীয়া রামকে প্রণাম করছেন, তাও চটি পরে। ভেজাল হিন্দু।” শুভেন্দু বললেন, “রেয়াপাড়া মন্দির কমিটির সভাপতি আমি, ওঁ আজকে ওখানে পুজো দিচ্ছেন। কোনও লাভ হবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়ে চণ্ডীপাঠ করেছেন। সেই ইস্যুতেও ভুল মন্ত্রোচ্চারণের অভিযোগ তুলে মমতাকে বিঁধলেন শুভেন্দু। মোবাইলে রেকর্ডিং চালিয়ে ধরিয়ে দিলেন ভুল। তিনি বললেন, “চণ্ডীপাঠ মাননীয় যা করেছেন, তা বলার মতো নয়। মা চণ্ডী মঙ্গল করুন… “কথা শেষের আগেই মোবাইলে মমতার চণ্ডীপাঠের রেকর্ডিং চালিয়ে দেন তিনি। শুভেন্দু প্রশ্ন তোলেন, ‘মমতাকে কেন বলতে হচ্ছে কেন, ওঁ হিন্দু?’ চ্যালেঞ্জ করেন, “যদি ওঁ জেতে তাহলে টিপ কাটা, গলায় কণ্ঠী আর ধুতি পরা বন্ধ হবে।” <
এর আগে ভগবান রাম’কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী।
ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন।
ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি।
এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছেন @MamataOfficial।
যে বাংলাকে অপমান করে, তাকে বাংলার জনতা চায় না।@BJP4Bengal pic.twitter.com/XNUX2nEfbZ
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 9, 2021
আরও পড়ুন: শিবের মাথায় জল ঢেলেই নন্দীগ্রামে মনোনয়ন পেশ মমতার! দেখে নিন নেত্রীর ভোট-সরণি
এ বিষয়ে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্বকে হাতিয়ার করেই লড়াই জমে উঠেছে নন্দীগ্রামে। পরিসংখ্যান বলছে, পূর্ব মেদিনীপুরে মুসলিম জনসংখ্যা ১৪.৫৯%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ৩৪%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ১২.১%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম শহরে মুসলিম জনসংখ্যা ৪০.৩%। ২০১৬-র বিধানসভায় নন্দীগ্রামের তৃণমূলের শুভেন্দু অধিকারী পেয়েছিলেন পান ১ লক্ষ ৩৪ হাজার ৬২৩ ভোট। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে হারাবার চ্যালেঞ্জ দিয়েছেন। প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই কি যথেষ্ট নাকি শুভেন্দু-ক্যারিশ্মা— কোনটা কাজ করে, তার উত্তর মিলবে ২ মে।
এক নজরে দেখে নেওয়া যাক নন্দীগ্রামের ভোট চিত্র…
নন্দীগ্রাম বিধানসভা (২০১৯ লোকসভা নিরিখে) (Lok Sabha Elections 2019: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | দিব্যেন্দু অধিকারী (DIBYENDU ADHIKARI) | ১৩০৬৫৯ | ৬৩.১ |
বিজেপি (BJP) | সিদ্ধার্থ শঙ্কর রায় (SIDHARTHASHANKAR NASKAR) | ৬২২৬৮ | ৩০.১ |
সিপিএম (CPIM) | সেক ইব্রাহিম আলি (SK IBRAHIM ALI) | ৯৩৫৯ | ৪.৫ |
কেউ না (NOTA) | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১৬ (West Bengal assembly elections, 2016: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI ) | ১৩৪৬২৩ | ৬৬.৮ |
সিপিআই (CPI) | আবদুল কবির সেখ (ABDUL KABIR SEKH) | ৫৩৩৯৩ | ২৬.৫ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ১০৭১৩ | ৫.৩২ |
কেউ না (NOTA) | – | ||
– | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১১ (West Bengal assembly elections, 2011: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | ফিরোজা বিবি (PHIROJA BIBI) | ১০৪৭৫৩ | ৬০.১৮ |
সিপিআই (CPI) | পরমানন্দ ভারতী (PARAMANANDA BHARATI) | ৫৯৬৬০ | ৩৪.৭৬ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ৫৮১৩ | ৩.৩৯ |
পিডিসিআই (PDCI) | মেহদি মাসুদ শেখ (MEHDI MASUD SHEKH) | ২৮৯৮ | ১.৬৯ |
কেউ না (NOTA) | – | – | – |