নেতাজীর জন্মজয়ন্তীতে সাক্ষাতের সম্ভাবনা মোদী-মমতার

২৩ জানুয়ারি রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রের। তৃণমূলও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

নেতাজীর জন্মজয়ন্তীতে সাক্ষাতের সম্ভাবনা মোদী-মমতার
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2021 | 7:11 PM

কলকাতা: নেতাজীর জন্মজয়ন্তীতে কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভিক্টোরিয়া হল ও ন্যাশনাল লাইব্রেরিতে দু’টি অনুষ্ঠানের আয়োজন করছে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক। সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

২৩ জানুয়ারি নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে ইতিমধ্যেই রাজ্য-কেন্দ্রের ‘আকচা আকচি’ মনোভাবের ইঙ্গিত মিলেছে। কেন্দ্র যেখানে এই উদযাপন ঘিরে একেবারে কমিটি গড়ে ফেলেছে, রাজ্যও একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। ২৩ জানুয়ারিকে কেন্দ্র বলছে পরাক্রম দিবস, তো রাজ্যের কাছে তা দেশপ্রেম দিবস। এই আবহেই ২৩ জানুয়ারি কলকাতায় পা রাখার কথা নরেন্দ্র মোদীর।

আরও পড়ুন: মমতার ‘স্পিরিটে’ মুগ্ধ সিএবির প্রাক্তন সচিব যোগ দিলেন তৃণমূলে

সূত্রের খবর, শনিবার দুপুর তিনটে নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে সাড়ে তিনটে নাগাদ ন্যাশনাল লাইব্রেরি পৌঁছবেন তিনি। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠান রয়েছে। তার আগে নেতাজীকে নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি ভাষণ দেবেন। সেখান থেকে বিকেল সাড়ে ৪টা নাগাদ পৌঁছে যাবেন ভিক্টোরিয়ায়। প্রধানমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেতাজীর চিঠি সংকলিত একটি বইও প্রকাশ করবেন মোদী। সন্ধে সাতটা নাগাদ ফের একবার দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।