Narendra Modi: লক্ষ্য ২৪, বঙ্গে ১৪ জনসভায় থাকবেন মোদী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2022 | 1:41 PM

Narendra Modi: মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা একাধিক কেন্দ্রে সভা করবেন বলে জানা গিয়েছে।

Narendra Modi: লক্ষ্য ২৪, বঙ্গে ১৪ জনসভায় থাকবেন মোদী
ফাইল চিত্র

Follow Us

কলকাতা : হাতে সময় আর খুব বেশি নেই। দেখতে দেখতে ২০২৩ এসে গেল। বছর ঘুরলেই দিল্লিতে কুর্সির লড়াই। তাই আরও কোনও সময় নষ্ট করতে চাইছে না গেরুয়া শিবির। সূত্রের খবর, আবারও ঘন ঘন বাংলার মাটিতে দেখা যাবে মোদী-শাহদের। কার ভাগে কটি কেন্দ্রের জনসভা, সেই হিসেবও নাকি কষা হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি রাজ্যে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি জে পি নাড্ডা । বিজেপি সূত্রে জানা গিয়েছে, সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। বাংলা জুড়ে মোট ১৪ টি সভা করার কথা রয়েছে তাঁর। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ২০২৪-এর আগে বেশ কয়েকবার বাংলায় আসবেন বলে জানা গিয়েছে।

অমিত শাহ এবং জে পি নাড্ডা করবেন ১২ টি করে মোট ২৪ টা জনসভা। তার মধ্যে প্রথম জনসভা হবে ৭ জানুয়ারি চণ্ডীতলায়। সেই সভায় থাকবেন নাড্ডা। ৮ জানুয়ারি তাঁর আরও একটি সভা করার কথা আছে। এরই মধেই দিল্লি থেকে বঙ্গ বিজেপিকে জানানো হয়েছে সভা করবেন প্রধানমন্ত্রীও।‌

সূত্রের খবর, দুটি বা তিনটি করে লোকসভা নিয়ে একটা করে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। ৪২টি লোকসভাকে ভাগ করে নেওয়া হয়েছে। এই ১৪ টি ক্লাস্টারে প্রধানমন্ত্রী সভা করবেন।

বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে গেরুয়া শিবিরে যে অস্বস্তি রয়েছে, তা কাটাতে ফের আসরে নামছেন কেন্দ্রীয় নেতারা। বিধানসভা নির্বাচনের আগেও দেখা গিয়েছে মোদী, অমিত শাহের মতো শীর্ষ নেতৃত্বের আনাগোনা। জেলায় জেলায় গিয়ে একের পর এক সভা করতে দেখা গিয়েছিল তাঁদের। এবার সেই আবহই ফিরছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনও আছে। তবে বাংলার ৪২ টি আসন যে লোকসভার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, সেটা আরও একবার মনে করিয়ে দিচ্ছে বিজেপি। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ আসনে জয়ী হয়েছিল বিজেপি।

Next Article