কলকাতা: বাংলার শিশুদের সুরক্ষা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্পেশ্যাল রিপোর্ট জমা দিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই রিপোর্ট জমা দেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। ৪৫ পাতার বিশেষ রিপোর্টে, বোমা বিস্ফোরণে শিকার শিশুদের কথা, শিশু সুরক্ষা কমিশনকে হেনস্থার অভিযোগ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে, শিশু পাচার, ভোট পরবর্তী হিংসার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটা ঘটনার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া রিপোর্টে।
বোমা বিস্ফোরণের শিকার শিশুদের তথ্য, হুগলি জেলায় শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বলে খবর। তেইশ সালের মার্চে মালদহ কিশোরীর গণধর্ষণের কথাও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। বাংলার পাচার হওয়া শিশুদের উদ্ধার সংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়েছে। ভোট পরবর্তী হিংসার সময়ে শিশু সুরক্ষা কমিশনের কাছে একাধিক অভিযোগ আসে, সেই অভিযোগ সংক্রান্ত তালিকা তুলে ধরা হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্টে।
এই রিপোর্টেই ২০২১ সালের ৩০ মে মুর্শিদাবাদে এক কিশোরীর গণধর্ষণের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগের তির ছিল নবগ্রামের এর তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেটাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এই রিপোর্টেই দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ডায়মন্ড হারবার, মিনাখাঁ, সোনারপুর, সন্দেশখালির একাধিক ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই শিশুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। ৩ জুন ২০২১ সালে সন্দেশখালির বেড়ামজুর গ্রামে ঘটা একটি শ্লীলতাহানির ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতিকে জমা দেওয়া এই রিপোর্টে।