‘বাংলার অবস্থা স্বাধীনতার সময়ের থেকেও খারাপ’, নমোকে রিপোর্ট দেবে তফশিলি কমিশন

ঋদ্ধীশ দত্ত |

May 14, 2021 | 6:10 PM

শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি মানুষদের উপর অত্যাচার নয়, ধর্ষণের গুরুতর অভিযোগও তাঁদের সামনে এসেছে। ধর্ষণের ১১ টি অভিযোগ সামনে এসেছে বলে জানিয়েছেন তিনি।

বাংলার অবস্থা স্বাধীনতার সময়ের থেকেও খারাপ, নমোকে রিপোর্ট দেবে তফশিলি কমিশন
সাংবাদিক বৈঠকে তফশিলি কমিশনের চেয়ারপার্সন

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী সময়ে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে প্রায় এক হাজার অভিযোগ নথিভুক্ত করল জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশন। এ দিন এক সাংবাদিক বৈঠক করে কমিশনের চেয়ারপার্সন জানান, “স্বাধীনতার সময় বাংলা সম্পর্কে হিংসার কথা শুনেছিলাম। পশ্চিমবঙ্গে এসে যে ছবি দেখলাম তা সেই সময়ের থেকেও খারাপ।”

রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, রাজ্য সরকার হিংসা কবলিত মানুষদের কোনও রকম সহযোগিতা করেনি। বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা পরিদর্শন করে প্রায় হাজার অভিযোগ নথিভুক্ত করেছে কমিশন। আরও অভিযোগ জমা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি মানুষদের উপর অত্যাচার নয়, ধর্ষণের গুরুতর অভিযোগও তাঁদের সামনে এসেছে। ধর্ষণের ১১ টি অভিযোগ সামনে এসেছে বলে জানিয়েছেন তিনি।

কমিশনের চেয়ারপার্সন জানান, তিনি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ঘটনাগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। যারা ঘরছাড়া রয়েছেন তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে জমা দেবেন বলেও জানান। প্রয়োজন হলে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও এই বিষয়ে রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ৭ মাসের শিশুকে রাস্তায় ছেড়ে পালানোর চেষ্টা করোনা আক্রান্ত বাবার! তারপর…

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন। তাঁর দাবি, যে সংখ্যক মানুষ আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। এমনটাই মত তাঁর।

আরও পড়ুন: শুনতে পাচ্ছি হিংসার সেকেন্ড ওয়েভ আসছে, বুকে গুলি খেয়েও ঘরছাড়াদের ফেরাব: রাজ্যপাল

Next Article