Nawsad Siddiqui: লোকসভা ভোটের মুখেই বিনা লড়াইয়ে সহজ জয় আইএসএফের, চওড়া হাসি নওশাদদের

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Mar 13, 2024 | 10:27 PM

ISF: বুধবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থিত প্যানেলের পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু সেখানে তৃণমূল বা অন্য কোনও দলের সমর্থিত কোনও প্যানেলের কোনও প্রার্থী মনোনয়ন জমা করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয় পেল নওশাদের দল।

Nawsad Siddiqui: লোকসভা ভোটের মুখেই বিনা লড়াইয়ে সহজ জয় আইএসএফের, চওড়া হাসি নওশাদদের
নওশাদ সিদ্দিকী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের মুখে বড় সাফল্য নওশাদ সিদ্দিকীদের। দক্ষিণ ২৪ পরগনার এক মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে একতরফা জয় পেল আইএসএফ। আইএসএফ সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন সেখানে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত মতিলাল পাইকপাড়া গ্রামে মতিলাল মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধির নির্বাচন চলছিল। সেখানে বুধবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থিত প্যানেলের পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু সেখানে তৃণমূল বা অন্য কোনও দলের সমর্থিত কোনও প্যানেলের কোনও প্রার্থী মনোনয়ন জমা করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয় পেল নওশাদের দল।

সামনেই যখন লোকসভা নির্বাচন, তখন আইএসএফ-এর এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আইএসএফ যে জেলাগুলিতে নিজেদের সংগঠন মজবুত বলে দাবি করে, সেই জেলাগুলির মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলাতেই লোকসভার মহারণের আগে এই সাফল্য আইএসএফ-এর কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা আরও বাড়াচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের। আইএসএফ-এর তরফে জানানো হয়েছে, ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতিসাধন ও দুর্নীতিমুক্ত বিদ্যালয় পরিচালনার প্রতি আইএসএফ দায়বদ্ধ।’

পাথরপ্রতিমার মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দলের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে নওশাদ বলেছেন, ‘আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু তৃণমূলের কোনও প্রার্থী সেখানে খুঁজে পাওয়া যায়নি। আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এটা গণতন্ত্রের জয়। আমরা আশাবাদী, আগামী দিনেও মানুষ আমাদের পাশে থাকবে। এই জয়ের পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা-সহ অন্যান্য পরিকাঠামো আরও উন্নত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।’