AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netaji Nagar: ‘পুলিশ ডায়রেক্ট বলছে আমরা যাব না…’, নেতাজি নগরে কালীপুজো চলাকালীন এলাকাবসীকে মার প্রোমোটারের দলবলের

Kolkata: ঘটনাস্থল নেতাজিনগর থানা এলাকার বিদ্যাসাগর কলোনীতে অবস্থিত রুদ্রাক্ষ ক্লাব। সেখানেই কালী পুজো হচ্ছিল। সেই সময় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতী এসে ক্লাব ভাঙচুর করেন। অভিযোগ, এরা বেআইনি কাজের সঙ্গে যুক্ত।

Netaji Nagar: 'পুলিশ ডায়রেক্ট বলছে আমরা যাব না...', নেতাজি নগরে কালীপুজো চলাকালীন এলাকাবসীকে মার প্রোমোটারের দলবলের
নেতাজি নগরে গণ্ডগোলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 03, 2024 | 6:06 PM
Share

কলকাতা: উৎসবের মরশুমেও শান্তি নেই। খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নেতাজি নগর থানা এলাকায় দাপিয়ে বেড়াল পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতী। ক্লাবে ঢুকে ভাঙচুর করা হল টেবিল-চেয়ার। এমনকী মহিলাদের সঙ্গেও অশালীন আচরণের অভিযোগ উঠল। দলবল নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। ক্লাব সদস্যদের দাবি, এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলা হয়।

ঘটনাস্থল নেতাজিনগর থানা এলাকার বিদ্যাসাগর কলোনীতে অবস্থিত রুদ্রাক্ষ ক্লাব। সেখানেই কালী পুজো হচ্ছিল। সেই সময় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতী এসে ক্লাব ভাঙচুর করেন। অভিযোগ, এরা বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এরপর বাধা পেতেই ক্লাব সদস্যদের মারধর করা হয়। এলাকার মানুষ নেতাজিনগর থানায় যান। অভিযোগ, এরপরই নেতাজি নগর থানার হাতে তিনজন গ্রেফতার হয়েছে।

এলাকার এক মহিলা বলেন, “এখানে রোজই মদ্যপান করা হয়। আমার স্বামী বলেছিল এখানে এইসব করিস না। তারপর আমার স্বামীর কাছে হুমকির ফোন আসে। এরপর কালী পুজোর যখন প্রসাদ বিতরণ হচ্ছে সেই সময় প্রায় আশিজন এসে হামলা করে। প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুলিশ ডাইরেক্ট বলছে আমরা আসব না। আপনারা পারলে আমাদের নিয়ে যান। পরে যদিও আসে। রাত একটায় অভিযোগ জানাই। ভোর পাঁচটায় অভিযোগ নেয়।”