Anupam Hazra: রায়ের সহানুভূতি বার্তা আসছে হাজরার কাছে! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিভ্রাটে রাজনীতিক অনুপম

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 29, 2023 | 8:01 PM

এ বিষয়ে অনুপম হাজরা নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে লিখেছেন, “আগামী দু-তিন দিনে সোশ্যাল মিডিয়াতে ‘অনুপম’কে নিয়ে কেউ কোনও পোস্ট করলে, দয়া করে ‘হাজরা’ না ‘রায়’ একটু উল্লেখ করবেন। কারণ গতকাল থেকে অকারণে ‘সহানুভূতিমূলক মেসেজ’ পেয়েই চলেছি!!”

Anupam Hazra: রায়ের সহানুভূতি বার্তা আসছে হাজরার কাছে! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিভ্রাটে রাজনীতিক অনুপম
অনুপম বিভ্রাট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সোমবার বিয়ে হয়েছে সমাজকর্মী পিয়া চক্রবর্তীর। একান্ত ঘরোয়াভাবে এই বিয়ে সেরেছেন তাঁরা। যদিও এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত ২ দিন ধরে আলোচনা হয়েছে বিস্তর। সেই আলোচনায় বার বার উঠেছে এসেছে গায়ক অনুপম রায়ের নাম। কারণ পিয়া অনুপমের প্রাক্তন স্ত্রী। অনুপমের সঙ্গে ডিভোর্সের পর পরমব্রতকে বিয়ে করেছেন তিনি। এর পরই নেটিজেনদের একটি বড় অংশ সহানুভূতি দেখিয়েছেন অনুপম রায়কে। অনেকেই অনুপমের পাশে দাঁড়াতে বার্তাও পাঠিয়েছেন। তা করতে গিয়ে ভুলও করেছেন অনেকেই। এর জেরে বিভ্রাট বেড়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরার। গায়কের বদলে অনেকেই এই রাজনীতিককে সহানুভূতি বার্তা পাঠিয়েছেন বলে দাবি তাঁর। গত ২ দিন ধরে ক্রমাগত ‘সহানুভূতি বার্তা’ পেয়ে বিরক্ত অনুপম হাজরা নিজেই ফেসবুক পোস্টে এবং সাংবাদিকদের জানিয়েছেন এ কথা।

এ বিষয়ে অনুপম হাজরা নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে লিখেছেন, “আগামী দু-তিন দিনে সোশ্যাল মিডিয়াতে ‘অনুপম’কে নিয়ে কেউ কোনও পোস্ট করলে, দয়া করে ‘হাজরা’ না ‘রায়’ একটু উল্লেখ করবেন। কারণ গতকাল থেকে অকারণে ‘সহানুভূতিমূলক মেসেজ’ পেয়েই চলেছি!!”

এ বিষয়ে সাংবাদিকদের রাজ্য নেতৃত্বের উপর বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরা বলেছেন, “অনুপম রায়ের যে সহানুভূতিটা পাওনা সেটা আমাকে, অনুপম হাজরাকে পাঠানো হচ্ছে। এখনও মেসেজ পাচ্ছি। ১০-১৫ মিনিট আগেই একটা মেসেজ ঢুকেছে। তাই আমার মনে হল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেদন জানানো উচিত। আপনারা রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠিয়ে দিচ্ছেন। সহানুভূতি আপনারা পাঠাতেই পারেন। কিন্তু ঠিক মানুষকে পাঠান। আমার এখনও বিয়েই হল না। বিয়ে না হওয়া মানুষকে এ রকম মেসেজ পাঠাচ্ছেন। এগুলি বিব্রত করে। আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি। সেখানে বার বার আসছে ‘ভেঙে পড়ো না’ মেসেজ। ভেঙে পড়ার তো প্রশ্নই আসছে না।”

 

এই আবেদন করতে গিয়ে অনুপম হাজরা জানিয়েছেন, তিনি এখনও বিয়ে করেননি। তাই এই বক্তব্য শেষ হতেই সেখানে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, “আপনি কবে বিয়ে করেছেন?” সেই প্রশ্নের জবাবে এই বিজেপি নেতা বলেছেন, “বিয়ে নিয়ে চিন্তাভাবনা নেই। এখন ২০২৪ নিয়ে চিন্তা করছি।” অর্থাৎ বিয়ে নয়, রাজনীতিকের লক্ষ্য এখন লোকসভা ভোট।

Next Article