AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রাজ্যের বিরুদ্ধে মুখ খোলার জন্যই কি রাকেশ সিং গ্রেফতার?’, এজলাসে সওয়াল কোকেনকাণ্ডে ধৃতের আইনজীবীর

New Alipore Drug Case: রাকেশ সিংয়ের আইনজীবী বলেন, যেখানে এফআইআরেই তাঁর মক্কেলের নাম নেই, তা হলে কী ভাবে জামিন না দিয়ে আটকে রাখা হচ্ছে?

'রাজ্যের বিরুদ্ধে মুখ খোলার জন্যই কি রাকেশ সিং গ্রেফতার?', এজলাসে সওয়াল কোকেনকাণ্ডে ধৃতের আইনজীবীর
ফাইল ছবি
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 9:36 PM
Share

কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে কোকেনকাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। সেই ঘটনাতেই পরে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। দু’জনই গ্রেফতারির পর ফাঁসানোর অভিযোগ তুলে একাধিকবার সরবও হয়েছেন। বৃহস্পতিবার রাকেশ সিংয়ের জামিন মামলায় রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর আইনজীবী। রাকেশের আইনজীবী সওয়াল করেন, রাজ্যের বিরুদ্ধে মুখ খোলার কারণেই কি রাকেশকে গ্রেফতার করা হল?

এদিন রাকেশ সিংয়ের জামিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে আইনজীবী বলেন, এই জামিন কোনও ভাবেই দেওয়া যায় না। কারণ হিসাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক সম্মেলনে বার বার বলা হয়েছে মাদক সংক্রান্ত মামলা কড়া ভাবেই দেখতে হবে।’ একজন মাদককাণ্ডে ধৃতকে এত সহজে জামিন দেওয়া যায় না বলেই পর্যবেক্ষণ অ্যাডভোকেট জেনারেলের। তিনি মনে করেন, মামলায় আরও বেশি করে তদন্তের প্রয়োজন রয়েছে। রাকেশ এই মামলায় অন্যতম অভিযুক্ত। তাঁকে জামিন দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়।

এরপরই রাকেশ সিংয়ের আইনজীবী বলেন, যেখানে এফআইআরেই তাঁর মক্কেলের নাম নেই, তা হলে কী ভাবে জামিন না দিয়ে আটকে রাখা হচ্ছে? মামলার সূত্রপাত পামেলা গোস্বামীকে নিয়ে। যার জন্য নিম্ন আদালতে পুলিশ আর্জিও জানিয়েছে। কিন্তু রাকেশ সিংকে আটকে রাখা হচ্ছে কেন, তা নিয়ে সরব হন রাকেশের আইনজীবী শেখর বসু। তিনি বলেন, অভিযুক্তের বাড়ি থেকে কোনও কিছুই বাজেয়াপ্ত হয়নি। অথচ, পামেলা গোস্বামী-সহ দু’জন অভিযুক্তকে খালাস করার জন্য পুলিশ নিম্ন আদালতে আবেদন করেছে।

এ কথার রেশ ধরেই শেখর বসুর প্রশ্ন, তবে কি রাজ্যের বিরুদ্ধে মুখ খোলার জন্যই রাকেশ সিংকে এ ভাবে আটকে রাখা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির গন্ধও পাওয়া যাচ্ছে বলে আইনজীবী দাবি করেন। আগামী ১০ অগস্ট ফের এই মামলার শুনানি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আরও পড়ুন: ‘আপনারা কি চান স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ুক?’, SSKM-এ নার্স বিক্ষোভ নিয়ে কড়া হচ্ছে হাইকোর্ট