‘আপনারা কি চান স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ুক?’, SSKM-এ নার্স বিক্ষোভ নিয়ে কড়া হচ্ছে হাইকোর্ট
কোভিডকালে এসব বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
কলকাতা: পরিকাঠামো অনুযায়ী বেতন দিতে হবে। এই দাবি তুলে গত ২৬ জুলাই থেকে বিক্ষোভ চলছে এসএসকেএম হাসপাতালে। সপ্তাহ পার করে নার্সদের এই বিক্ষোভ নিয়ে গত কয়েকদিনে উষ্মা প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণির মানুষ। কোভিড পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্তদের এমন ভূমিকায় কার্যত হতবাক ওয়াকিবহাল মহল। এবার এই ঘটনায় কড়া অবস্থান জানাল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার এ নিয়ে এক জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেখানেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, “বিক্ষোভ চলতে থাকলে হাসপাতালগুলির কী হবে? আপনারা কি চান স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ুক? কোভিডে এসব বরদাস্ত করা হবে না।” কড়া ভাষায় বিক্ষোভকারীদের বুঝিয়ে দেন এ ধরনের ঘটনা কোভিডকালে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।
বর্তমান বেতন পরিকাঠামো নিয়ে নার্সদের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। সম কাজে সম বেতনের দাবি জানিয়ে বছর দু’য়েক আগে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি মিলেছিল। কিন্তু কোনও সমাধান হয়নি বলেই তাঁদের অভিযোগ। এ নিয়েই ‘নার্সেস ইউনিটি’ বিক্ষোভে বসে। প্রায় দু’ সপ্তাহ ধরে কলকাতা এসএসকেএম হাসপাতালে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন নার্সরা। দিনরাত চলছে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। স্বভাবতই কোভিড পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি স্বাস্থ্য পরিষেবাতেও প্রভাব ফেলছে। ভুগতে হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষকে।
এই অভিযোগ তুলেই অবস্থান-বিক্ষোভের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে ইউথ ফ্রন্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করে। এদিন তারই শুনানি ছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরিস্থিতি দ্রুত ঠিক করার নির্দেশ দেন। আগামী ১১ অগস্ট ফের এই মামলার শুনানি হবে। আরও পড়ুন: দ্রুত উপনির্বাচনের দাবিতে আবারও নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল