কলকাতা: নিউ আলিপুরের কোকেন কাণ্ডে (New Alipore Drug Case) আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম সূরজ কুমার শা। তার বাড়ি খিদিরপুরের অরফ্যানগঞ্জ রোডে।
পুলিশ জানিয়েছে, কোকেন কাণ্ডে বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) ধরা পড়ার সময় সূরজ স্কুটার নিয়ে ঘটনাস্থলের কাছে অপেক্ষা করছিল। কোকেন কাণ্ডে অন্যতম অভিযুক্ত অমৃত সিংকে ওই স্কুটার দিয়ে পালাতে সাহায্য করেছিল সূরজ। সিসিটিভি-র ফুটেজে সূরজ ও অমৃতের ঘটনাস্থলে হাজির থাকার প্রমাণ মিলেছে। অমৃত এখনও পলাতক। স্কুটারটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: এবার কয়লাকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে একাধিক আইপিএস কর্তা, নামের তালিকা তৈরি হলেই তলব
পামেলা বারবার দাবি করছেন, রাকেশ সিংয়ের নির্দেশেই (Rakesh Singh) তাঁর ব্যাগে মাদক রেখেছিল অমৃত রাজ সিং। ঘটনার পর থেকেই অমৃত রাজ সিং পলাতক। তাঁর খোঁজে মরিয়া হয়ে উঠেছে লালবাজারের গোয়েন্দারা। ইতিমধ্যেই মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলা গোস্বামীর বয়ানের উপর ভিত্তি করে লালবাজারের গোয়েন্দারা নোটিস পাঠায় বিজেপি নেতা অনুপম হাজরা ও শঙ্কুদেব পণ্ডাকে।