কলকাতা: ফের রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ। তবে পজিটিভিটি রেট নিয়ে রয়েছে স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ৪৩০। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩ হাজার ৩০৮ জন। শতাংশের বিচারে ৯০.৮৩। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮২৪। পজিটিভিটি রেট ১৯.৩৮ শতাংশ।
সার্বিকভাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার নমুনা পরীক্ষা বেড়েছে। সেই সঙ্গে সংক্রমণের সংখ্যাও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি দিয়েছে পজিটিভিটি রেট। সোমবারের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। তবে মৃত্যু নিয়ে উদ্বেগ বহাল রয়েছে। ৩৪ জনের মধ্যে ২৬ জনের কো-মর্বিডিটি ছিল, ৮ জনের মৃত্যুর কারণ মূলত করোনা।
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৪ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৩৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৩ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৫৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-৩।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৪৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬৫ জন। মৃত্যু: সোমবার-৫, মঙ্গলবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ৫৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-৫।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৮৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫১৩ জন। মৃত্যু: সোমবার-১১, মঙ্গলবার-৭।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮৫ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-৩।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৮৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১৮২ জন। মৃত্যু: সোমবার-৭, মঙ্গলবার-১০।
আরও পড়ুন: Save Life: আচমকা পথদুর্ঘটনা, পুলিশই দেবে প্রাথমিক চিকিৎসা! প্রশংসনীয় উদ্যোগ বর্ধমানে