Covid Bulletin: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, কলকাতাতেও নেমেছে সংক্রমণের গ্রাফ
Covid19: তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ আবারও চিন্তা বাড়িয়েছে। বিশেষ করে মৃত্যু বেড়েছে এ জেলায়।
কলকাতা: রাজ্যে আরও কিছুটা কমল একদিনের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর এই পরিসংখ্যান তুলে ধরেছে। তবে পজিটিভিটি রেট কিছুটা বেড়েছে আবার। গত ২৪ ঘণ্টায় ৯.০২ শতাংশ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে বঙ্গে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ২১৬ জন। সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৯টি।
তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ আবারও চিন্তা বাড়িয়েছে। বিশেষ করে মৃত্যু বেড়েছে এ জেলায়। গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গিয়েছেন করোনায়। ৫২৪ জন সংক্রমিত হয়েছেন এই সময়ের মধ্যে। কলকাতায় সংক্রমণ ৪২৩। মৃত্যু হয়েছে ৮ জনের। এদিনই স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে প্রায় অর্ধেক করা হল আরটি-পিসিআর টেস্টের খরচ। এতদিন পর্যন্ত আরটি-পিসিআর করাতে ৯৫০ টাকা খরচ হোত। এবার ৫০০ টাকা করা হল। রাজ্য স্বাস্থ্য দফতর এ সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে। ২৭ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নির্দেশ।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-১।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৯ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৫ জন। মৃত্যু: বুধবার -৭, বৃহস্পতিবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭০ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-২।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৫ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩০ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৯ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭১ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-৩।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩৪ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৪ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৮ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-১।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৯ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬২ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮২ জন। মৃত্যু : বুধবার -০, বৃহস্পতিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮৭ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১০ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯১ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -২, বৃহস্পতিবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৬৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৭৭ জন। মৃত্যু: বুধবার -৭, বৃহস্পতিবার-১৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০১৯ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার-৪।
কলকাতা– গতকাল আক্রান্ত ৬৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৩৭ জন। মৃত্যু: বুধবার -৬, বৃহস্পতিবার-৮।