Covid Update: বড়দিনে মেতে কলকাতা, সংক্রমণও হাত-পা মেলছে! দোসর ওমিক্রন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 25, 2021 | 8:21 PM

Corona in Bengal: এখনও অবধি রাজ্যে ৬ জনের শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে।

Covid Update: বড়দিনে মেতে কলকাতা, সংক্রমণও হাত-পা মেলছে! দোসর ওমিক্রন
বড়দিন উদযাপন শহরে। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৫২ জন। একদিকে কোভিডের ওমিক্রন স্ট্রেন যখন রাজ্যের চিন্তা বাড়াচ্ছে, তখন করোনা পরিস্থিতিও স্বস্তি দিচ্ছে না কোনওভাবেই। শনিবার বড়দিনের উৎসবে মেতেছে গোটা বাংলা। কলকাতা থেকে বিভিন্ন জেলা, পথে নেমেছে হাজার হাজার মানুষ। স্বভাবতই এ ছবি নতুন করে ভয় ধরাচ্ছে।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন চারজন। যার মধ্যে তিনজনই কলকাতার। কলকাতার সংক্রমণের ছবিটাও চিন্তার। গত একদিনে কলকাতায় ১৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে কলকাতায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৭৫ জন।

গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৪৫৮ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৩৭৩টি। পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ। অন্যদিকে পশ্চিম বর্ধমানেও একজন করোনার বলি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

শুক্রবার এক জুনিয়র চিকিৎসকের শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া যায়। তিনি নদিয়ার বাসিন্দা, কলকাতা মেডিকেলের কলেজের ইন্টার্ন চিকিৎসক। সম্প্রতি কোনও বিদেশ ভ্রমণের ইতিহাসও নেই তাঁর। বিদেশ যোগ না থাকলেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার খোঁজ রাজ্যে এই প্রথম। স্বভাবতই তা নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের। প্রশ্ন উঠছে, তবে কি কোনও রোগীর সংস্পর্শে এসে ওমিক্রন পজিটিভ হয়েছেন তিনি? তেমনটা হলে ভয়, বঙ্গে ওমিক্রন গোষ্ঠী সংক্রমণের পথে হাঁটবে না তো?

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথমে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল চার। পরে ২৩ জনের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট করতে দেওয়া হয়েছিল। এর মধ্যেই দু’জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে একজন আয়ারল্যান্ড ফেরত। অন্যজন কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক। যিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।

কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকের ওমিক্রন পজিটিভ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, শুক্রবার রাতেই ওই জুনিয়র চিকিৎসকের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট হাতে পেয়েছেন তাঁরা। যেহেতু উনি মেডিকেল প্রফেশনাল হতে পারে কোনও রোগীর সংস্পর্শে এসেছেন। তবে কোনও নির্দিষ্ট তথ্য ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

এখনও অবধি রাজ্যে ৬ জনের শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে। শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্য সচিব নির্দেশ দেন, নমুনা পরীক্ষা যেন বাড়ানো হয়। একই সঙ্গে পরিস্থিতির নজরদারিতে কেন্দ্র তাদের বিশেষ দলও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলায়। আগামী সপ্তাহের মধ্যেই সেই দল রাজ্যে চলে আসবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুক্রবার। সেখানে বলা হয়েছে ১০ রাজ্যে কেন্দ্রের ‘মাল্টি ডিসিপ্লিনারি টিম’ যাবে। পশ্চিমবঙ্গ ছাড়াও সেই তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড ও পঞ্জাবের নাম।

আরও পড়ুন: BJP District President: এবার উত্তর কলকাতার বিজেপি সামলাবেন কল্যাণ চৌবে, বদল অধিকাংশ জেলা সভাপতিই

 

Next Article