কলকাতা: দ্বাদশীর বুলেটিনে ফের কিছুটা বাড়ল করোনার (Covid19) সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৪৩ জন। মৃত্যু হয়েছিল ১০ জনের। রবিবারের বুলেটিনে দু’ক্ষেত্রেই পারদ উপরের দিকে উঠেছে। একদিনে সংক্রমিতের সংখ্যা ৬২৪ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৬৩৪ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ১৪৮টি। পজিটিভিটি রেট ২.৩০ শতাংশ।
এক লাফে কলকাতার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাটা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। মারা গিয়েছেন চারজন। শনিবার ১০৮ জন কলকাতায় সংক্রমিত হয়েছিলেন। একজনের মৃত্যু হয়েছিল। উল্লেখযোগ্য ভাবে, দার্জিলিংয়েও একজনের মৃত্যু হয়েছে করোনায়। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা তিন করে। হুগলিতে দু’জন করোনার বলি হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন একজন।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
কোচবিহার- গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
দার্জিলিং- গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-১।
কালিম্পং- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। শনিবার মৃত্যু- , রবিবার-০।
জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
মালদহ-গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
নদিয়া- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। শনিবার মৃত্যু-২, রবিবার-৩।
বীরভূম- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
পুরুলিয়া- গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
বাঁকুড়া- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। শনিবার মৃত্যু-১, রবিবার-০।
পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।
হাওড়া- গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। শনিবার মৃত্যু-১, রবিবার-০।
হুগলি- গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-২।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। শনিবার মৃত্যু-৪, রবিবার-৩।
দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। শনিবার মৃত্যু-১, রবিবার-১।
কলকাতা- গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৫ জন। শনিবার মৃত্যু-১, রবিবার-৪।
আরও পড়ুন: RG Kar: এক ঘণ্টার বৈঠকেও স্পষ্ট হল না হবু চিকিৎসকরা কী চান, ওদিকে পরিষেবা না পেয়ে রোগীরা কাতরাচ্ছে