ধীর গতিতে কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যু আটকে দেড়শোতে, এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

May 24, 2021 | 8:16 PM

সোমবার রাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে ২ লক্ষ কোভিশিল্ডের (Covishield) ডোজ়।

ধীর গতিতে কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যু আটকে দেড়শোতে, এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: কোনও ভাবেই মৃত্যু মিছিলে লাগাম পরানো যাচ্ছে না বঙ্গে (Bengal)। আবারও একদিনে মৃতের সংখ্যা ১৫০ পার। রবিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৪২২ জন, মৃত্যু হয়েছিল ১৫৬ জনের। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্ত ১৭ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে সুস্থতার পরও অত্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে রোগীদের। কারণ দেশে এখন নতুন আতঙ্কের নাম মিউকরমাইকোসিস।

আরও পড়ুন: করোনাকালে তৃতীয় লিঙ্গের মানুষকে ভাতা দেবে সরকার, জেনে নিন আবেদন পদ্ধতি

২৩ তারিখ স্বাস্থ্য দফতরের বুলেটিনে মৃত্যুর সংখ্যায় কলকাতা ও উত্তর ২৪ পরগনা সমান ছিল। কিন্তু সোমবার কলকাতায় মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে বেড়েছে উত্তর ২৪ পরগনায়। দৈনিক সংক্রমণেও এগিয়ে এই জেলা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। অন্যদিকে কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২১ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। জলপাইগুড়িতেও সোমবার মৃত্যু হারটা গত দিনগুলির তুলনায় বেশি। এখানে গত একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন।

তবে টিকার আগমন নিয়ে ফের স্বস্তির খবর। সোমবার রাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে ২ লক্ষ কোভিশিল্ডের ডোজ়। বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে রাখা হবে এই টিকাগুলি। মূলত ৪৫ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের জন্যই কেন্দ্রের তরফে এই টিকা পাঠানো হয়েছে।

Next Article