করোনাকালে তৃতীয় লিঙ্গের মানুষকে ভাতা দেবে সরকার, জেনে নিন আবেদন পদ্ধতি

মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় লিঙ্গের (Transgender) মানুষের জীবিকানির্বাহের জন্য এই কঠিন সময়ে ভাতা প্রদান করা হবে।

করোনাকালে তৃতীয় লিঙ্গের মানুষকে ভাতা দেবে সরকার, জেনে নিন আবেদন পদ্ধতি
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: May 24, 2021 | 7:04 PM

নয়া দিল্লি: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। অতিমারির (COVID-19) ঢেউয়ে কার্যত খাবি খাচ্ছে মানুষের জীবন। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাঁদের খাদ্য ও সুস্বাস্থ্যের নিরাপত্তা কার্যত তলানিতে বলেই বার বার অভিযোগ উঠেছে। সরকারের সহযোগিতা চেয়ে তৃতীয় লিঙ্গের মানুষের নানা সংগঠন কেন্দ্রীয় মন্ত্রকে ফোন, ইমেলও পাঠিয়েছে। সবদিক বিচার করে এবার তাঁদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন মন্ত্রক।

আরও পড়ুন: জোরকদমে প্রস্তুতি কলকাতা পুরসভার, ইয়াস মোকাবিলায় বিশেষ আলো এল মহানগরে

মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষের জীবিকানির্বাহের জন্য এই কঠিন সময়ে ভাতা প্রদান করা হবে। দেড় হাজার টাকা করে দেওয়া হবে তাঁদের। প্রতিদিনের ন্যূনতম প্রয়োজনটুকু যাতে পূরণ হয় সে কথা ভেবেই এই ভাতা প্রদানের সিদ্ধান্ত। এ ক্ষেত্রে মন্ত্রক কমিউনিটি-বেসড অরগানাইজেশন (CBO) ও এনজিওগুলির সহযোগিতা নেবে।

কী ভাবে আবেদন করা যাবে

কোনও মানুষ সরাসরিও আবেদন করতে পারেন। আবার সিবিও-এর মাধ্যমেও আবেদন করা যেতে পারে। আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লাগবে। নির্দিষ্ট ফর্ম থাকবে। সেখানে নাম, ঠিকানা, রাজ্য, জেলা, শহর লিখে জমা দিতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল ডিফেন্সের ওয়েবসাইটে সেই ফর্ম পাওয়া যাবে

সমস্ত তৃতীয় লিঙ্গের মানুষ যাতে এই সুবিধা পান, সে কারণে বেশি করে প্রচার চাইছে মন্ত্রক। সোশ্যাল মিডিয়ার সাহায্যে এনজিও ও সিবিওগুলি প্রচার করছে। আগেও এ ভাবে আর্থিক সহযোগিতা করেছে তারা। রেশনের দিকটি সুনিশ্চিত করেছে।