কলকাতা: রাজ্যে গতকালের মতোই রয়েছে দৈনিক করোনা সংক্রমণ (Covid-19)। গতকালের তুলনায় কমেছে মৃতের সংখ্যা ২ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ২হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ৪.৬১ শতাংশে। বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫০ জন। সুস্থতার হার ৯৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ১০৪ টি। গত ২৪ ঘণ্টায় কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩। দেশের মোট আক্রান্তের ৩.৯০ শতাংশ।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে :
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৫ জন। মৃত্যু:মঙ্গলবার-২ ,বুধবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩ জন। মৃত্যু:মঙ্গলবার- ১, বুধবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু:মঙ্গলবার-২, বুধবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু:মঙ্গলবার-০, বুধবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০,।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু:মঙ্গলবার-০, বুধবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১ জন। মৃত্যু:মঙ্গলবার- ০, বুধবার-২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।
হাওড়া– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। মৃত্যু:মঙ্গলবার-৪, বুধবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫২ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-৪।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-৯, বুধবার-৬।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৫ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-৮।
কলকাতা– গতকাল আক্রান্ত ২৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৬, বুধবার-৭।