Covid Bulletin: দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমল, নেমেছে পজিটিভিটি রেটও
Corona in Bengal: যে দুই জেলা নিয়ে সব থেকে বেশি উদ্বেগ ছিল সেই উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ছবিটাতেও কিছুটা স্বস্তি।
কলকাতা: ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা। রাজ্যের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমল মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৯৪ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৮ হাজার ৮২৫ জন। সুস্থতার হার ৯৪.৯১ শতাংশ। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ১২৩টি। নেমেছে পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের পজিটিভিটি রেট ৭.১২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯১ জন। ৭ জনের মৃত্যু হয়েছে। যে দুই জেলা নিয়ে সব থেকে বেশি উদ্বেগ ছিল সেই উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ছবিটাতেও কিছুটা স্বস্তি। দুই জেলাতেই নেমেছে দৈনিক সংক্রমণের গ্রাফ। কমেছে মৃত্যুও। তবে এই স্বস্তির মধ্যে কিছুটা উদ্বেগ রাখছে উত্তরের জেলাগুলি। একসঙ্গে উত্তরের ছয় জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে মৃত্যুর খবর রয়েছে। দার্জিলিংয়ে ২ জন। বাকিগুলিতে ১ জন করে। দক্ষিণ ২৪ পরগনায় গত একদিনে ৯ জন মারা গিয়েছেন।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২৯ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-২।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯৩ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-২।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১৫ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮৬ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩৬ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ২৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯২৪ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৬৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৮০ জন। মৃত্যু: সোমবার-১৪, মঙ্গলবার-৭।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২০৮ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-৯।
কলকাতা– গতকাল আক্রান্ত ৪৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭৮৯ জন। মৃত্যু: সোমবার-৫, মঙ্গলবার-৭।
আরও পড়ুন: Duare Sarkar: বড় খবর! ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, জানানো হল দিনক্ষণ