ফের রাজ্যে নতুন Recruitment! ৬২২ চিকিৎসক নিয়োগের পথে স্বাস্থ্য ভবন
Doctor Recruitment: ৬২২টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে দিল নিয়োগের কথা বলে দিল স্বাস্থ্য। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য স্বাস্থ্য নিয়োগ বোর্ডকে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। সেখানেই লেখা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসের অধীনেই সারতে হবে গোটা নিয়োগ প্রক্রিয়া।

কলকাতা: রাজ্যজুড়ে হাসপাতালে হাসপাতালে চিকিৎসক ঘাটতি নিয়ে চাপানউতোর কম হয়নি। বর্তমানে কর্মরত চিকিৎসকদের টানা শিফট নিয়েও বিতর্ক দানা বেঁধেছে বারবার। আরজি কর আন্দোলনের মঞ্চ থেকেও দীর্ঘদিন চিকিৎসক নিয়োগ বন্ধ থাকা নিয়ে বারেবারে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকরী জুনিয়র চিকিৎসকরা। অবশেষে শূন্যপদে চিকিৎসক নিয়োগে উদ্যোগী স্বাস্থ্য ভবন।
৬২২টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে দিল নিয়োগের কথা বলে দিল স্বাস্থ্য। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য স্বাস্থ্য নিয়োগ বোর্ডকে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। সেখানেই লেখা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসের অধীনেই সারতে হবে গোটা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ করতে হবে ৬২২ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেই মোতাবেক পদক্ষেপ করতে হবে স্বাস্থ্য বোর্ডকে। স্বাস্থ্য দফতর এই নির্দেশ দিলেও এখন দেখার শেষ পর্যন্ত স্বাস্থ্য বোর্ড থেকে কবে বিশদে পাকাপাকিভাবে বিজ্ঞপ্তি বের করা হয়।
কিছুদিন আগেই পাকাপাকিভাবে বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি। যা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই, নাগরিক মহলেও বিতর্কের ঢেউ কম ওঠেনি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া। এমতাবস্থায় এখন চিকিৎসক নিয়োগ শুরু হলে তা যে বাংলার জন্য খুবই আশার খবর তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ পর্যন্ত তা কবে বাস্তবায়িত হয়।
