বছরের প্রথম দিন থিকথিকে ভিড় আলিপুর চিড়িয়াখানায়। খুদেদের হাত ধরে বাবা-মা, বন্ধুদের সঙ্গে ,সেলফি, আর ছোলাভাজা... চিড়িয়াখানা আজ জমজমাট
নতুন বছরের প্রথম দিন সব ঘোরার জায়গাগুলিতে তিল ধারনের জায়গা নেই।
ছবিটা মুর্শিদাবাদ হাজার দুয়ারির। হাজার হাজার মানুষের ভিড় আজ সেখানে।
এদিকে, আজ আবার কল্পতরু উৎসব, স্বাভাবিকভাবে অনেকেরই গন্তব্য জয়রামবাটি-কামারপুকুর
বর্ষশেষের রাত থেকেই অনেকে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরে। সকাল থেকেই তিল ধারনের জায়গা নেই সেখানে। কল্পতরু উৎসবে বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরকে।
গত দু'বছর তাঁরা পুজো দিতে পারেননি সে অর্থে। তাই এবারের কল্পতরু উৎসবে আলাদাই ভিড় দক্ষিণেশ্বরে।