New Year Celebration: চিড়িয়াখানা থেকে দক্ষিণেশ্বর, হাজারদুয়ারি থেকে কামারপুকুর, নতুন বছরকে উষ্ণ অভ্যর্থনা বাঙালির

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2023 | 3:02 PM

New Year Celebration: গত দু'বছরে সেভাবে উন্মাদনা দেখা যায়নি। নতুন বছরকে এবার আলাদাভাবেই স্বাগত জানালেন বাঙালিরা।

1 / 6
বছরের প্রথম দিন থিকথিকে ভিড় আলিপুর চিড়িয়াখানায়। খুদেদের হাত ধরে বাবা-মা, বন্ধুদের সঙ্গে ,সেলফি, আর ছোলাভাজা... চিড়িয়াখানা আজ জমজমাট

বছরের প্রথম দিন থিকথিকে ভিড় আলিপুর চিড়িয়াখানায়। খুদেদের হাত ধরে বাবা-মা, বন্ধুদের সঙ্গে ,সেলফি, আর ছোলাভাজা... চিড়িয়াখানা আজ জমজমাট

2 / 6
নতুন বছরের প্রথম দিন সব ঘোরার জায়গাগুলিতে তিল ধারনের জায়গা নেই।

নতুন বছরের প্রথম দিন সব ঘোরার জায়গাগুলিতে তিল ধারনের জায়গা নেই।

3 / 6
ছবিটা মুর্শিদাবাদ হাজার দুয়ারির। হাজার হাজার মানুষের ভিড় আজ সেখানে।

ছবিটা মুর্শিদাবাদ হাজার দুয়ারির। হাজার হাজার মানুষের ভিড় আজ সেখানে।

4 / 6
এদিকে, আজ আবার কল্পতরু উৎসব, স্বাভাবিকভাবে অনেকেরই গন্তব্য জয়রামবাটি-কামারপুকুর

এদিকে, আজ আবার কল্পতরু উৎসব, স্বাভাবিকভাবে অনেকেরই গন্তব্য জয়রামবাটি-কামারপুকুর

5 / 6
বর্ষশেষের রাত থেকেই অনেকে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরে।  সকাল থেকেই তিল ধারনের জায়গা নেই সেখানে। কল্পতরু উৎসবে বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরকে।

বর্ষশেষের রাত থেকেই অনেকে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরে। সকাল থেকেই তিল ধারনের জায়গা নেই সেখানে। কল্পতরু উৎসবে বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরকে।

6 / 6
গত দু'বছর তাঁরা পুজো দিতে পারেননি সে অর্থে। তাই এবারের কল্পতরু উৎসবে আলাদাই ভিড় দক্ষিণেশ্বরে।

গত দু'বছর তাঁরা পুজো দিতে পারেননি সে অর্থে। তাই এবারের কল্পতরু উৎসবে আলাদাই ভিড় দক্ষিণেশ্বরে।

Next Photo Gallery