Bhupatinagar Blast NIA: ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে এবার NIA

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 09, 2023 | 2:58 PM

Bhupatinagar Blast NIA: এই বিস্ফোরণের নেপথ্যে একটি বড় অভিযোগ উঠে আসে। অভিযোগ ওঠে, নাড়ুয়া বিড়লা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধতে গিয়ে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা।

Bhupatinagar Blast NIA: ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে এবার NIA
ভূপতিনগর বিস্ফোরণ

Follow Us

কলকাতা: ভূপতিনগরে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ। গত ডিসেম্বরে মাসে বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়। সেই ঘটনায় এবার এনআইএ তদন্ত করবে। গত বছর ডিসেম্বর মাসে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগের দিনই বিস্ফোরণ হয়। অভিষেকের যেখানে সভা করার কথা ছিল, সেখান থেকে ভূপতিনগরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। বোমা বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জনের মৃত্যু হয়। উল্লেখ্য, ঘর থেকে তিন জনকে উদ্ধার করা হয়নি। বরং দুর্ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূর থেকে দেহগুলি উদ্ধার হয়। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে, দেহ সরিয়ে কি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? বেশ কয়েকটি ইস্যু নিয়ে সন্দেহ দানা বাঁধে।

এই বিস্ফোরণের নেপথ্যে একটি বড় অভিযোগ উঠে আসে। অভিযোগ ওঠে, নাড়ুয়া বিড়লা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধতে গিয়ে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা।

ভূপতিনগরে বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়ে এর আগে জনস্বার্থ মামলা দায়ের হয়। অনিন্দ্যসুন্দর দাস নামে এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেন। তার আগেই অবশ্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি করেছিলেন। ঘটনার পর এলাকায় ফরেনসিক টিম দেরিতে পৌঁছানো নিয়েও প্রশ্ন ওঠে। ফরেনসিক টিম দেরিতে পৌঁছানোয় প্রমাণ লোপাটের বড় সম্ভাবনা তৈরি হয়।

Next Article