মৃত্যু নিমতার নির্যাতিতার, টুইট Amit Shah-এর

সৌরভ পাল

|

Updated on: Mar 29, 2021 | 2:41 PM

মৃত্যু নিমতার নির্যাতিতার, টুইট Amit Shah-এর

প্রায় পঁচাশি বছর বয়সের ওই বৃদ্ধা শোভারানী মজুমদার আজ মারা গেলান। শেষ হল প্রায় একমাসের লড়াই। তিনি আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ এক মাস লড়াই চালিয়েছেন নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের ওই বৃদ্ধা। গত ২৭ ফেব্রুয়ারি নিমতায় নিজের বাড়িতেই আক্রান্ত হন ওই বৃদ্ধা। এলাকায় তৃণমূল (TMC) কর্মী বলে পরিচিত কয়েকজন যুবক তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ।

[embedyt] [/embedyt]