নিমতিতাকাণ্ডে বাংলাদেশ যোগ! চাঞ্চল্যকর তথ্য হাতে পেল এনআইএ : সূত্র

Mar 13, 2021 | 4:15 PM

Nimtita Blast Update: গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

নিমতিতাকাণ্ডে বাংলাদেশ যোগ! চাঞ্চল্যকর তথ্য হাতে পেল এনআইএ : সূত্র
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: নিমতিতা বিস্ফোরণে মিলল বাংলাদেশ যোগ। অভিযুক্তদের ফোনের কল লিস্ট থেকে মিলেছে সে সূত্র। তদন্তের নথি এনআইএ-কে দিল সিআইডি।

গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন থেকে কলকাতায় আসার জন্য ট্রেন ধরার কথা ছিল জাকির হোসেনের। প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাওয়ার সময় একেবারে তাঁর সামনে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মন্ত্রী-সহ প্রায় ২০ জন। গুরুতর জখম হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন-সহ আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু পরে সেই তদন্তভার যায় এনআইএ-এর হাতে।

গত ১ মার্চ স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার তদন্তভার তাদের হাতে তুলে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই সিআইডির কাছ থেকে কেস ডায়েরি চেয়ে পাঠায় এনআইএ। ইতিমধ্যে তা হাতে পেল কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, তদন্ত সংক্রান্ত সমস্ত নমুনা যেমন এনআইএ-এর হাতে তুলে যাওয়া হয়েছে, একইভাবে গত ২৬ মার্চ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের বয়ান ও কল ডিটেইলও তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সেই কল ডিটেইল ঘাঁটতে গিয়ে দেখা গিয়েছে, অভিযুক্তদের ফোন থেকে বাংলাদেশের বেশ কয়েকটি নম্বরে একাধিকবার ফোন গিয়েছে। ময়দানে নেমে তদন্তের শুরুতেই ধৃতদের যেমন জেরা করতে চায় এনআইএ। একইভাবে কথা বলতে চায় প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গেও।

Next Article