কলকাতা: মঙ্গলবার বিজেপির নবান্ন (Nabanna) অভিযানে পদ্ম-কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ছবি দেখেছে গোটা বাংলা। দেখেছে জ্বলন্ত পিসিআর ভ্যান। যা নিয়ে মঙ্গলবার থেকেই চলছে তীব্র রাজনৈতিক চাপানউতর। এবার এই ইস্যুতেই একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বিঁধে বিজেপির (BJP) তুলোধনা করল ঘাসফুল শিবির। যে কয়েকজনকে গতকাল পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা গিয়েছিল তাঁদের মধ্যে একজনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের ছবি দেখতে পাওয়া গিয়েছে বলে দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
এমনকী ইতিমধ্যেই গতকালের ঘটনার বিবরণ ও নিশীথের সঙ্গে ওই ব্যক্তির ছবি দেওয়া একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে শাসক দলের তরফে। যা নিয়েও জোরদার চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, নবান্ন অভিযানের শুরুতে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকে আটক করে লালবাজারে নিয়ে আসে কলকাতা পুলিশ। এই খবর ছড়িয়ে পড়তেই আরও মারমুখী হয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরা। জায়গায়, জায়গায় পুলিশের উপর ইট বৃষ্টি শুরু হয়। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই প্রকাশ্য দিবালোকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের পিসিআর ভ্যান। এ প্রসঙ্গে একেবারে একযোগে নিশীথ প্রমাণিক ও অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে ঘাসফুল শিবিরের তরফে ফেসবুকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলা হয়েছে, “নিশীথ প্রামানিক কি ব্যাখ্যা দেবেন? বিজেপির এই কার্যকর্তাকে গতকাল কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে। একই ব্যক্তিকে নিশীথ প্রামানিকের সঙ্গে একই ছবিতে দেখা গিয়েছে। অমিত শাহ, আপনি এখন কীভাবে দোষ ঢাকবেন?”
তৃণমূলের তরফে পোস্ট করা এই ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিয়োতেই বিজেপির পতাকা হাতে এক ব্যক্তিকে বিশেষভাবে মার্কিং করা হয়েছে। পাশাপাশি নিশীথ প্রমাণিকের সঙ্গে আরও একটি ছবিতে লাল রং দিয়ে মার্কিং করতে দেখা গিয়েছে। তবে ছবি ও ভিডিয়ো কোনওটিরই সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। এ প্রসঙ্গে তুফানগঞ্জ কেন্দ্রের বিজেপির বিধায়ক মালতি রাহা বলেন, “এগুলো সবই তৃণমূলের আইটি সেলের কাজ। বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাঁরা এগুলো করছেন। স্টিল ছবিতে যাকে দেখানো হচ্ছে সে আগুন ধরানোর সময় ওখানে ছিল না।”