কলকাতা: প্রাপ্ত বয়স্ক মহিলা তাঁর নিজের ইচ্ছায় ভিন ধর্মে বিয়ে করতে পারেন এবং স্বেচ্ছায় ধর্মান্তরিতও হতে পারেন। এক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারে না। বুধবার একটি মামলার শুনানিতে স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, “যদি কোনও প্রাপ্তবয়স্কা স্বেচ্ছায় ভিন ধর্মে বিয়ে করে ধর্মান্তরিত হন এবং বাবার বাড়িতে ফিরে যেতে না চান, কেউ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবেন না।’
নদিয়ার তেহট্টের বাসিন্দা এক ব্যক্তির ১৯ বছরের মেয়ে ভিন ধর্মের এক যুবককে বিয়ে করেন। এরপরই ওই ব্যক্তি ‘জামাই’এর বিরুদ্ধে মেয়েকে ‘ফুঁসলিয়ে’ নিয়ে যাওয়ার অভিযোগ তুলে নিম্ন আদালতের দ্বারস্থ হন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই তরুণীর জবানবন্দি গ্রহণ করেন। ওই তরুণী বিচারকের কাছে জানান, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন।
আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে মানুষের উৎসাহ দেখে বিজেপির হিংসা হচ্ছে : পার্থ
এরপরই তেহট্টের বাসিন্দা ওই ব্যক্তি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তরুণীর পক্ষে এদিন আদালতে সওয়াল করেন পাবলিক প্রসিকিউটর শৈবাল বাপুলি। তরুণীর বাবার হয়ে আদালতে লড়েন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। বুধবার মামলার শুনানি ছিল। গোটা মামলা শোনার পর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, প্রাপ্ত বয়স্ক কোনও মহিলা স্বেচ্ছায় ভিন ধর্মে বিয়ে করতেই পারেন। ধর্মান্তরিতও হতে পারেন, কেউ তাতে বাধা দিতে পারে না।