নতুন করে বালি খাদানের ছাড়পত্রে ‘না’ নবান্নের, নজরদারির জন্য পোর্টাল তৈরির সিদ্ধান্ত

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 27, 2021 | 10:33 PM

অবৈধ বালি কারবারিদের রমরমা যে রাজ্য সরকারের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে, তা বস্তুত বিগত কয়েকদিনের কঠোর পদক্ষেপ থেকেই স্পষ্ট।

নতুন করে বালি খাদানের ছাড়পত্রে না নবান্নের, নজরদারির জন্য পোর্টাল তৈরির সিদ্ধান্ত
নতুন করে কোনও বালি খাদানে ছাড়পত্র দেওয়া হবে না, জানাল নবান্ন

Follow Us

কলকাতা: বালি মাফিয়াদের ‘শায়েস্তা’ করতে আগেই রাজ্যে নতুন স্যান্ড মাইনিং পলিসির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই সংক্রান্ত নতুন পদক্ষেপের মাধ্যমে আরও কঠোর সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের খবর, জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন, নতুন করে কোনও বালি খাদানে ছাড়পত্র দেওয়া হবে না। এর পাশাপাশি নতুন করে মাইনিং এরিয়া খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বালি খাদান নিয়ে একটি নতুন পোর্টালও তৈরি করার কথা জানিয়েছেন তিনি। এমনটাই খবর নবান্ন সূত্রে।

অবৈধ বালি কারবারিদের রমরমা যে রাজ্য সরকারের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে, তা বস্তুত বিগত কয়েকদিনের কঠোর পদক্ষেপ থেকেই স্পষ্ট। প্রথমে মুখ্যমন্ত্রীর নতুন মাইনিং পলিসি, এ বার নতুন করে বালি খাদানের ছাড়পত্রে দাঁড়ি। জোড়া পদক্ষেপেই পরিষ্কার, রাজ্য সরকার গোটা বিষয়টিকে কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারের বৈঠকে মুখ্যসচিব আরও জানান, মাইনিংয়ের জন্য নতুন জায়গা খুঁজতে ভূমি সংস্কার আধিকারিকের সাহায্য নিতে হবে। এবং আগামী মাসের ২৫ তারিখের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে নবান্ন পাঠাতে হবে।

পরিবহন দফতরের সঙ্গেও সমন্বয় সাধন করে গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে জেলাশাসকদের। যে সমস্ত ট্রাকে বালি লোড করা হচ্ছে, তার বিস্তারিত তথ্য পরিবহন দফতরের মাধ্যমে সংগ্রহ করতে বলা হয়েছে। সেই তথ্যগুলি যেমন জেলাশাসকের দফতরে নথিভুক্ত করা থাকবে, একইভাবে যে পোর্টালের সূচনা নবান্নর পক্ষ থেকে করা হচ্ছে, সেখানেও সেই সমস্ত তথ্য আপলোড করতে হবে। গোটা বিষয়টির পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ২৫ অগস্টের মধ্যেই নবান্নে পাঠাতে হবে বলে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলে খবর সূত্রের। আরও পড়ুন: প্রথা ভেঙে মুকুলকে পিএসি চেয়ারম্যান পদ কেন? জনস্বার্থ মামলা বিজেপি বিধায়কের

 

 

Next Article