করোনা আবহে ভবানীভবন যেতে পারবেন না, মেল করে সিআইডিকে জানালেন অর্জুন

May 25, 2021 | 10:12 AM

ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) টেন্ডার দুর্নীতি মামলায় হাজিরা এড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

করোনা আবহে ভবানীভবন যেতে পারবেন না, মেল করে সিআইডিকে জানালেন অর্জুন
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) টেন্ডার দুর্নীতি মামলায় হাজিরা এড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার ভবানীভবনে তাঁকে তলব করেছিল সিআইডি। কোভিড পরিস্থিতিতে হাজিরা দিতে পারবেন না বলে ভবানীভবনে মেল করে জানালেন অর্জুন।

ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংহ-র বিরুদ্ধে। সাড়ে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগেই অর্জুন সিংহকে তলব করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার জগদ্দল থানার পুলিশকে সঙ্গে নিয়ে অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছয় সিআইডির একটি দল। সূত্রের খবর, সে সময় বাড়িতে ছিলেন না বিজেপি সাংসদ। বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন তারা। এরপর অর্জুন সিংয়ের বাড়ির দেওয়ালে একটি সাদা কাগজে ছাপানো নোটিস ঝোলানো হয়।

আরও পড়ুন: ল্যান্ডফল স্থল থেকে দূরত্ব ২০০ কিমি! আমফানের চেয়ে শক্তিশালী ইয়াসে কতটা ক্ষতিগ্রস্ত হবে কলকাতা? আর কখন থেকে?

ভাটপাড়া থানায় ২৮/০৭২০২০ তে পুরনো আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় এই তলব বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের কিছু আর্থিক দুর্নীতি মামলাতেই বিজেপি সাংসদকে ডাকা হয়েছে। এক সময় এই সমবায় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অর্জুন সিং। সে সময়ই এই সমবায়ে এক দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় অর্জুনেরও। অর্জুনের সঙ্গে তাঁর আরও দুই আত্মীয়র নামে নোটিস দিয়েছে ভবানীভবন। নাম রয়েছে অর্জুনের ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়েরও।

Next Article