নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর! এবার ৫ মিনিট অন্তর মিলবে মেট্রো

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2021 | 3:00 PM

Kolkata Metro: আবারও মেট্রোর সংখ্যা বাড়ানো হল কলকাতায়। দিনে মোট ২২৮টি মেট্রো চালানো হবে।

নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর! এবার ৫ মিনিট অন্তর মিলবে মেট্রো
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

Follow Us

কলকাতা: করোনার দ্বিতীয় তরঙ্গের জেরে সংক্রমণ হু হু করে বেড়েছিল রাজ্যে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই অন্যান্য পরিষেবার মতো মেট্রো চলাচলও বন্ধ করে দেওয়া হয়। পরে মেট্রো চালু হলেও এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ বার ফের বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আগামী শুক্রবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২২৮টি করে মেট্রো চলবে কলকাতায়। অফিস যাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ অগস্ট, শুক্রবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা র্পন্ত চলবে মেট্রো। অফিস টাইমে অর্থাৎ সকালের দিকে ও সন্ধের পর ৫ মিনিট অন্তর মেট্রো চলবে। সোম থেকে শুক্রবার দিনে মোট ২২৮টি অর্থাৎ আপ লাইনে ১১৪ টি ও ডাউন লাইনে ১১৪ টি ট্রেন চলবে। শনিবার চলবে মোট ১১৪ টি ট্রেন, আপ ও ডাউন লাউনে ৫২ টি করে মেট্রো চালানো হবে। রবিবার আপাতত কোনও মেট্রো চলবে না।

গত কয়েকদিন ধরে ২ পরপর যাত্রী সংখ্যার আধিক্য দেখা গিয়েছে মেট্রোতে। গড়ে ২ লক্ষের বেশি যাত্রী হয়েছে গত কয়েকদিনে। এরপরই ট্রেনের সংখ্যা বাড়ানো ও দুটি ট্রেনের সময়ের মধ্যে ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিয়ছে কর্তৃপক্ষ বর্তমানে দিনে ২২০ টি ট্রেন চালানো হয়। প্রতি মেট্রোতে গড়ে ৬০০ জন করে যাত্রী নেওয়া হয়। সকাল সাড়ে ৭ টা থেকে মেট্রো চলে। সেই সময় অপরিবর্তিত রাখছে মেট্রো। বারবার স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হলেও সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হওয়ার প্রথম দিন থেকেই দেখা যায় সে অর্থে স্বাস্থ্যবিধি মানা হয়নি অনেক ক্ষেত্রেই। প্রান্তিক স্টেশনগুলিতেই দেখা যায় ক্রস চিহ্ন সিটে যাত্রীরা বসে রয়েছেন। সেখানে দূরত্ববিধি মানা হচ্ছে না। এই অবস্থা দেখেই ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মেট্রো, যাতে দূরত্ব বিধি মানতে অসুবিধা না হয়। আরও পড়ুন: লাগাতার গড়িয়ে পড়ছে পাথর, ধাক্কায় বাস থেকে ছিটকে গেল চালক, ভয়াবহ ধস কিন্নরে

Next Article