Bypolls in West Bengal: শাহর কাছে ‘দরবার’ বিজেপির, উপনির্বাচনে আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী

Bypolls in West Bengal: ১৩ নভেম্বর ৬ আসনে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট। আর দক্ষিণবঙ্গের নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা আসনে উপনির্বাচন হচ্ছে। প্রথমে এই ৬টি আসনে ভোটের জন্য ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন।

Bypolls in West Bengal: শাহর কাছে 'দরবার' বিজেপির, উপনির্বাচনে আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী
উপনির্বাচনে বাড়ল কেন্দ্রীয় বাহিনীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 10:34 PM

কলকাতা: পাঁচ জেলার ৬ আসনে উপনির্বাচন। তার জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল ৮৯ কোম্পানি। কিন্তু, সেই সংখ্যা আরও বাড়ল। আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল উপনির্বাচনের জন্য। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যের ৬ আসনে।

১৩ নভেম্বর ৬ আসনে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট। আর দক্ষিণবঙ্গের নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা আসনে উপনির্বাচন হচ্ছে। প্রথমে এই ৬টি আসনে ভোটের জন্য ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। ৮৯ কোম্পানির মধ্যে ছিল ২৪ কোম্পানি CRPF, ৩০ কোম্পানি BSF, ১২ কোম্পানি CISF। IIBP ছিল ১০ কোম্পানি, SSB ছিল ১৩ কোম্পানি। এখন সিআরপিএফ বাড়ানো হল ৫ কোম্পানি, বিএসএফ বাড়ানো হল ১০ কোম্পানি। আর সিআইএসএফ ও আইটিবিপি ২ কোম্পানি করে বাড়ানো হল।

দিন তিনেক আগে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহর কাছে অভিযোগ করেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানান। এমনকি, গত লোকসভা এবং কিছুদিন আগে ৪ বিধানসভা আসনে উপনির্বাচনে কমিশনের ভূমিকা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি অভিযোগ করেন বলে জানা গিয়েছে। বঙ্গ বিজেপির তরফে নির্বাচন কমিশনের সঙ্গে কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করেন বাজোরিয়া। তিনি আরও কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহকে অনুরোধ করার তিনদিন পরই উপনির্বাচনে আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানাল কমিশন।

এই খবরটিও পড়ুন