Crime in Kolkata: তিলোত্তমার মুখে হাসি, ২০২২ সালে কলকাতায় আরও কমল অপরাধের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 02, 2023 | 9:43 PM

Kolkata Police: লালবাজার সূত্রের খবর, ২০২১ সালে কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল ৪৫টি, ২০২২ সালে তা কমে হয়েছে ৩৪টি।

Crime in Kolkata: তিলোত্তমার মুখে হাসি, ২০২২ সালে কলকাতায় আরও কমল অপরাধের সংখ্যা
কলকাতা পুলিশ (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: ২০২১ সালের নিরিখে ২০২২ সালে শহর কলকাতায় অপরাধের (Crime Rate in Kolkata) সংখ্যা অনেকটাই কমেছে। লালবাজার সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। সূত্রের খবর, ২০২১ সালে কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল ৪৫টি, ২০২২ সালে তা কমে হয়েছে ৩৪টি। কমেছে ডাকাতিও। ২০২১ সালে ডাকাতির ঘটনা ঘটেছিল ২৩টি, ২০২২ সালে সেই সংখ্যা কমে হয়েছে ২১। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগও তুলনামূলকভাবে কমেছে ২০২২ সালে। ২০২১ সালে মহিলাদের উপর ঘৃণ্য অপরাধের সংখ্যা ছিল ৩৪, ২০২২ সালে তা কমে হয়েছে ৩৩।

জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসেব অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দেশের মেট্রো শহরগুলির মধ্যে নিরাপদতম হল কলকাতা। এনসিআরবি-র পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে প্রতি এক লাখ মানুষের হিসেবে কলকাতায় অপরাধের হার ছিল ১৫২.২। পরবর্তী বছরগুলিতে ধারাবাহিকভাবে সেই অপরাধের হার কমেছে তিলোত্তমায়। ২০১৯ সালে তা কমে হয়েছিল ১৪১.৬। ২০২০ সালে তা আরও কমে দাঁড়ায় ১২৯.৫। ২০২১ সালের হিসেবে তা ১০৩.৪-এ নেমে এসেছিল। দেশের অন্যান্য বড় শহরগুলি যেমন দিল্লি, চেন্নাই, মুম্বই কিংবা বেঙ্গালুরুতে অপরাধের হার কলকাতার তুলনায় অনেকটাই বেশি।

প্রসঙ্গত, এনসিআরবি-র এই রিপোর্ট তুলে ধরে কলকাতা পুলিশের সাফল্যের খতিয়ান অতীতে মাঝেমধ্যেই তুলে ধরতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের। অতীতে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা টানতেও দেখা গিয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এক খুনের তদন্তে পুলিশি সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে কলকাতা পুলিশই যে সবার সেরা, এমন কথাও বলেছিলেন তিনি।

তবে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে সবস্তরের পুলিশকর্মীরাও নিজেদের কর্তব্য পালনে কখনও পিছপা হননি। দুর্গাপুজো হোক বা দীপাবলি, বড়দিন হোক বা নিউ ইয়ার… সর্বক্ষেত্রে নিজেদের কর্তব্য পালনে সদা তৎপর কলকাতা পুলিশ। বিগত বছরে একাধিক বড় বড় তদন্তেও সাফল্য এসেছে কলকাতা পুলিশের। ই-নাগেটস কাণ্ডের অন্যতম চক্রী আমির খানকেও গাজিয়াবাদ থেকে গ্রেফতার করেছিল এই কলকাতা পুলিশই।

 

Next Article