Kolkata Metro: পুজোতে সারারাত মিলবে পরিষেবা? মেট্রোয় যাত্রী আনাগোনা বাড়তেই বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 13, 2021 | 4:07 PM

Kolkata Metro:

1 / 6
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

2 / 6
ফাইল চিত্র।করোনার আতঙ্ক কাটিয়েই পুজোর বাজারহাট করা শুরু করে দিয়েছে শহর থেকে রাজ্যবাসী। ফলে গত একমাস আগেও শহরের লাইফলাইনে যা ভিড় হচ্ছিল, এই মুহূর্তে জনসমাগম ঘটছে তার থেকে বেশি। ইতিমধ্যেই এসপ্লানেড ও গড়িয়াাহাটে পসার জমে উঠেছে। ফলে পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইল চিত্র।করোনার আতঙ্ক কাটিয়েই পুজোর বাজারহাট করা শুরু করে দিয়েছে শহর থেকে রাজ্যবাসী। ফলে গত একমাস আগেও শহরের লাইফলাইনে যা ভিড় হচ্ছিল, এই মুহূর্তে জনসমাগম ঘটছে তার থেকে বেশি। ইতিমধ্যেই এসপ্লানেড ও গড়িয়াাহাটে পসার জমে উঠেছে। ফলে পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

3 / 6
মেট্রো সূত্র জানাচ্ছে, বর্তমানে প্রতিদিন ২৪৬ টি করে মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলছে। আগামী পরশু, অর্থাৎ বুধবার থেকে মেট্রোর দৈনিক পরিষেবা বৃদ্ধি পাবে। দৈনিক পরিষেবা বাড়বে ১০টি। বুধবার থেকে ২৫৬ টি মেট্রো চলবে।

মেট্রো সূত্র জানাচ্ছে, বর্তমানে প্রতিদিন ২৪৬ টি করে মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলছে। আগামী পরশু, অর্থাৎ বুধবার থেকে মেট্রোর দৈনিক পরিষেবা বৃদ্ধি পাবে। দৈনিক পরিষেবা বাড়বে ১০টি। বুধবার থেকে ২৫৬ টি মেট্রো চলবে।

4 / 6
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেশ কয়েকদিন কলকাতা মেট্রোর চাকাও থমকে ছিল। এরপর মেট্রো পরিষেবা চালু হলেও তা সাধারণ মানুষের জন্য হয়নি। বরং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই উঠতে পেতেন মেট্রোয়।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেশ কয়েকদিন কলকাতা মেট্রোর চাকাও থমকে ছিল। এরপর মেট্রো পরিষেবা চালু হলেও তা সাধারণ মানুষের জন্য হয়নি। বরং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই উঠতে পেতেন মেট্রোয়।

5 / 6
তবে করোনার প্রকোপ কমতে থাকলে নতুন করে মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য চালু হয়। কিন্তু টোকেন ব্যবস্থা এখনও চালু হয়নি। সংক্রমণের আশঙ্কা এড়াতে যাত্রীদের ব্যক্তিগত কার্ডেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

তবে করোনার প্রকোপ কমতে থাকলে নতুন করে মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য চালু হয়। কিন্তু টোকেন ব্যবস্থা এখনও চালু হয়নি। সংক্রমণের আশঙ্কা এড়াতে যাত্রীদের ব্যক্তিগত কার্ডেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

6 / 6
বিগত কয়েক মাসে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়িয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রথমে দুই ট্রেনের মাঝে ১৫ মিনিটের ব্যবধান রেখে মেট্রো চলাচল শুরু হলেও এখন সেই ফারাক ৫-১০ মিনিটে কমিয়ে আনা হয়েছে। তবে এ বছর পুজোর সময় সারারাত মেট্রো চলবে কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কোনও তথ্য দেওয়া হয়নি।

বিগত কয়েক মাসে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়িয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রথমে দুই ট্রেনের মাঝে ১৫ মিনিটের ব্যবধান রেখে মেট্রো চলাচল শুরু হলেও এখন সেই ফারাক ৫-১০ মিনিটে কমিয়ে আনা হয়েছে। তবে এ বছর পুজোর সময় সারারাত মেট্রো চলবে কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কোনও তথ্য দেওয়া হয়নি।

Next Photo Gallery