কলকাতা: আগেই কমানো হয়েছে পাঠ্যক্রম। যার জেরে এবার বদল হল নম্বর বিভাজন কাঠামোতেও। বৃহস্পতিবার সেই পরিবর্তিত নম্বর বিভাজনের নকশাই প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Examination)।
কোভিড (COVID-19) পরিস্থিতিতে দীর্ঘ নয় মাস স্কুল বন্ধ রয়েছে। যার জেরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ৩০ থেকে ৩৫ শতাংশ পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য সরকার। পাঠ্যক্রম কমলে খুব স্বাভাবিকভাবেই নম্বরের বিভাজনেও বদল আসবে। পূর্ণাঙ্গ পাঠ্যক্রমের বিভিন্ন অধ্যায় থেকে যে সংখ্যক প্রশ্ন আসে, তার তুলনায় সীমিত সংখ্যক অধ্যায় থেকে সেই পরিমাণ প্রশ্ন করতে হবে। ফলে ২০২১ সালের প্রশ্নপত্রের ধরণ ঠিক কী রকম হবে, তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন শিক্ষকরা।
বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশ করা প্রশ্নের নকশায় সেই বিষয়টি তুলে ধরা হয়। এতে উপকৃত হবে শিক্ষক এবং পরীক্ষার্থীরাও। যদিও নতুন ধাচ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।
পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, “পরিবর্তিত প্রশ্ন বিভাজন প্রকাশ করায় সুবিধা হল। কিন্তু আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের সামনে কোনও উদাহরণ নেই। টেস্টও হবে না। আগে যে অধ্যায় থেকে এক বা দুটি প্রশ্ন আসত এবার হয়তো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। নয় মাস স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা কীভাবে প্রস্তুতি নিয়েছে, তা স্পষ্ট নয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে অবিলম্বে মডেল প্রশ্নপত্র বের করা উচিত পর্ষদের।”
শিক্ষা মহলে এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা কবে হবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। শিক্ষকদের একাংশের মতে, পরিবর্তিত নম্বর বিভাজন প্রকাশ করার পর প্রশ্নপত্র প্রস্তুত করতে কমপক্ষে মাস চারেক সময় লাগবে। তাহলে আগামী বছরের মাধ্যমিক কি মে-জুন মাসে হতে পারে? সেই উত্তর আপাতত রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছেই।
আরও পড়ুন: ফেব্রুয়ারি-মার্চেই কি পুরভোট, জল্পনা প্রশাসনিক মহলে