Body Recovered: মুচিপাড়ায় জমিদার পরিবারের বৃ্দ্ধার পচাগলা দেহ উদ্ধার, আটক ছেলে

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 10, 2023 | 4:57 PM

Body Recovered: ঘটনার নেপথ্যে হাত রয়েছে ছেলেরই। ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বৃদ্ধার ছেলে অভিষেক মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

Body Recovered: মুচিপাড়ায় জমিদার পরিবারের বৃ্দ্ধার পচাগলা দেহ উদ্ধার, আটক ছেলে
মুচিপাড়ায় বৃদ্ধার দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মুচিপাড়া এলাকায় বৃদ্ধার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার পচাগলা দেহ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ঘটনার নেপথ্যে হাত রয়েছে ছেলেরই। মৃতার নাম শিখা মুখোপাধ্যায় (৭০)। ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বৃদ্ধার ছেলে অভিষেক মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই এই মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই বৃদ্ধাকে দেখা যাচ্ছিল না। এমনিতেও ওই পরিবারের সদস্যরা এলাকায় খুব বেশি মিশতেন না কারোর সঙ্গেই। ছেলেকে রাস্তাঘাটে বেরোতে দেখা যেত। তিন চার দিন ধরে তাঁকে রাস্তায় দেখতে পাননি কেউ। রবিবার থেকে এলাকায় পচা গন্ধ বেরোতে থাকে। মঙ্গলবার সকালে সেই গন্ধ প্রকট হওয়ায় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করে। মনে করা হচ্ছে, তিন চার দিন আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার।

এক প্রতিবেশী বলেন, “আমাদের এখানে মেট্রোর কাজ চলছে। ওখানে এক সিকিউরিটিকে ডেকে ক’দিন আগে ওঁর ছেলে বলেছিল, আমার মা মরে গিয়েছে, যাও পুলিশ ডাকো। কিন্তু ওর মানসিক সমস্যা রয়েছে, সেজন্য ওই কর্মীও বিশেষ পাত্তা দেননি।”

অভিষেকের যে মানসিক সমস্যা রয়েছে, তা বলেছেন আরও এক প্রতিবেশী। তিনি বলেন, “মা ছেলে কখনই কারোর সঙ্গে মেশেননি। ওই বাড়ির ভিতর কী ঘটত, তা বাইরের কেউ এমনিতেও জানতে পারত না। ছেলের মাথার সমস্যা রয়েছে বলেই জানতাম।” আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article